ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার রাতজুড়ে ৪০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তাতে কয়েকটি আবাসিক ভবন ও শপিংমল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হন দুই বেসামরিক নাগরিক। রাশিয়ার একটি বিমানবন্দরে ড্রোন হামলায় ৪টি বিমান পুড়ে যাওয়ার পর এ ঘটনা ঘটলো।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বুধবার বলেছেন, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মঙ্গলবার রাতে রাজধানী কিয়েভে হামলা চালায়। টেলিগ্রামে তিনি আরও বলেন, ‘গত বসন্তের পর এমন হামলার মুখে পড়েনি কিয়েভ।’
তিনি আরও বলেছেন, বিভিন্ন দিক থেকে কিয়েভ অভিমুখে প্রবেশ করতে থাকে ড্রোন। কিছুক্ষণ পর ‘টিইউ-৯৫এমএস’ বোমারু বিমান থেকে কিয়েভের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
তবে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের ২০টি হামলা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হন আরও ৩ জন। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার ভোরের দিকে কিয়েভের মেয়র জানান, ধ্বংসস্তূপের দিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দমকল কর্মীরা। এদিকে ইউক্রেনের বন্দরনগরী ওডেশাতেও রুশ হামলার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়