গভীর আমাজনে কীভাবে ৪০ দিন বেঁচে ছিল হারিয়ে যাওয়া ৪ শিশু?

আমাজনে প্লেন বিধ্বস্তের পর নিখোঁজ হওয়া চার শিশুকে ৪০ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে সারাবিশ্বে। সবার মনেই প্রশ্ন- হিংস্র আর বিষাক্ত প্রাণীতে ভরা গভীর জঙ্গলে এতদিন কীভাবে টিকে ছিল তারা? খেয়েছিল কী? কীভাবে এমন ভয়ংকর পরিস্থিতি সামাল দিলো ছোট ছোট চার শিশু?

গত ১ মে আমাজনের কলম্বিয়া অংশে বিধ্বস্ত হয় একটি ছোট প্লেন। এতে প্রাপ্তবয়স্ক তিন আরোহী নিহত হন এবং নিখোঁজ হয় চার শিশু। তাদের সবচেয়ে বড়জনের বয়স মাত্র ১৩ বছর। বাকিদের বয়স নয় বছর, চার বছর ও ১২ মাস মাত্র। নিহতদের মধ্যে শিশুদের মা-ও ছিলেন।

দুর্ঘটনার পর নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশিক্ষিত কুকুরসহ শতাধিক সৈন্য পাঠানো হয় জঙ্গলে। যোগ দেয় স্থানীয় আদিবাসীরাও। উদ্ধারকারী ও শিশুদের পরিবারের বিশ্বাস ছিল, দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তারা।

জানা যায়, আদিবাসী পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই জঙ্গল ও প্রকৃতি সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা পেয়েছিল ওই শিশুরা। আর সেই জ্ঞানই জঙ্গলের প্রতিকূল পরিবেশ প্রাণ বাঁচিয়েছে তাদের।

ন্যাশনাল অর্গানাইজেশন অব ইনডিজেনাস পিপলস অব কলম্বিয়ার (ওপিআইএসি) বিবৃতি অনুসারে, আমাজনে ওই শিশুদের বেঁচে যাওয়ার ঘটনা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক ও জ্ঞানের চিহ্ন, যা তাদের মাতৃগর্ভ থেকেই শেখানো শুরু হয়েছিল।

জঙ্গলে হারিয়ে যাওয়ার পর মূলত ইয়ুক্কা (একধরনের গুল্ম) আটা খেয়ে বেঁচেছিল চার ভাইবোন। এই আটা তারা পেয়েছিল বিধ্বস্ত প্লেনের ভেতর। উদ্ধারকারী হেলিকপ্টার থেকেও ফেলা খাবারও পেয়েছিল তারা।

তবে এগুলোর পাশপাশি বীজ, ফলমূল, গাছের শেকড় ও নানা ধরনের গাছপালাও খাচ্ছিল ‘জঙ্গলের শিশুরা’। এর মধ্যে কোনগুলো খাওয়ার যোগ্য, সেই শিক্ষা তারা পরিবার থেকেই পেয়েছিল। ন্যাশনাল ইনডিজিনাস অর্গানাইজেশন অব কলম্বিয়ার (ওএনআইসি) কর্মকর্তা লুইস অ্যাকোস্টা বার্তা সংস্থা এএফপিকে এসব কথা জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া