চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেওয়া হয়েছে আটটি নির্দেশনা। চূড়ান্ত করা হয়েছে শাটল ট্রেনের সূচিও।
আজ দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।
যেভাবে চলবে শাটল ট্রেন
ভর্তি পরীক্ষা উপলক্ষে ১৬, ১৯, ২০ ও ২১ আগস্ট প্রতিদিন শাটল ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী রেলস্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে নয়বার এবং ক্যাম্পাস থেকে বটতলী রেলস্টেশনের উদ্দেশে নয়বার যাওয়া–আসা করবে। বটতলী থেকে সকাল ৬টা, সাড়ে ৬টা, সোয়া ৮টা, পৌনে ৯টা, বেলা ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বেলা ৩টা, বিকেল ৪টা ও রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ক্যাম্পাস থেকে সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, বেলা ১টা, দেড়টা, বিকেল ৫টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, এর আগে সম্ভাব্য সূচি দেওয়া হয়েছিল। আজ চূড়ান্ত করা হয়েছে।
অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা
পরীক্ষার্থীদের অভিভাবকের বিশ্রামের জন্য ছাত্রীদের চারটি আবাসিক হল নির্ধারণ করা হয়েছে। হলগুলো হলো—জননেত্রী শেখ হাসিনা হল, দেশনেত্রী খালেদা জিয়া হল, প্রীতিলতা হল ও শামসুন্নাহার হল। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। ক্যাম্পাসের স্মরণ চত্বরে প্রক্টরিয়াল বডির সদস্যদের তথ্য সহায়তা কেন্দ্র থাকবে।
রবিউল হাসান ভূঁইয়া বলেন, পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো ক্যাম্পাস ও নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে থাকবে। যানজট এড়াতে ট্রাফিক পুলিশ সতর্ক থাকবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়