ভারতে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৯৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বছরের ২৯ নভেম্বরের পর এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েক রাজ্যে স্কুল বন্ধ করে দেওয়া, জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এমনকি সবচেয়ে উপদ্রুত জেলাগুলোতে লকডাউন আরোপের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতে এখন পর্যন্ত এক কোটি ১৫ লাখের বেশি মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের আশেপাশে থাকলেও গত তিন দিন ধরে বাড়ছে সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক এবং গুজরাট রাজ্যে।
বিগত তিন ধরে ভারতে ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট আক্রান্তের ৮০. ৬৩ শতাংশই পাওয়া যাচ্ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট এবং ছত্তিশগড় রাজ্যে।
শনাক্ত রোগী এবং মৃত্যু বিবেচনায় পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এখনও দেশটির অন্য সব অঞ্চলের চেয়ে এগিয়ে আছে। প্রতিবেশি রাজ্য মধ্য প্রদেশের রাজধানী ভোপালসহ ইন্দোর ও জবলপুরে জারি করা হচ্ছে লকডাউন। শনিবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এসব শহর লকডাউন থাকবে। এছাড়া আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব শহরের স্কুল-কলেজ বন্ধ থাকবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়