বিশ্বের সব দেশেই থাবা বসিয়েছে কোভিড -১৯। বিভিন্ন দেশে প্রাণীদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রাণীদের করোনার হাত থেকে বাঁচাতে অভিযানও চালানো হচ্ছে। এই অভিযানের আওতায় সান ফ্রান্সিসকো উপকূলীয় অঞ্চলে চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুককে পরীক্ষামূলকভাবে দেয়া হল করোনা ভ্যাকসিন!
‘সান ফ্রান্সিসকো ক্রনিকল’-এর রিপোর্ট বলছে, অকল্যান্ড চিড়িয়াখানায় থাকা জিঞ্জার ও মলি নামে দুটি বাঘকে এই সপ্তাহে কোভিড -১৯ এর টিকা দেয়া হয়েছে। এই ভ্যাকসিনগুলি তৈরি করেছে নিউ জার্সির একটি সংস্থা জোয়েটিস। এরা পশুদের জন্য ওষুধ তৈরি করে।
চিড়িয়াখানায় অ্যানিম্যাল কেয়ার ভাইস প্রেসিডেন্ট আলেক্স হরমান জানিয়েছেন, কোনো প্রাণীর কোভিড -১৯ পরীক্ষা ইতিবাচক ছিল না। শুধুমাত্র সতর্কতা হিসাবেই এই টিকা দেয়া হয়েছে। প্রথম দফায় বাঘ, ভাল্লুককের সাথে আরো দু’টি প্রাণীকে এই ভ্যাকসিন দেয়া হয়। পরে শূকরকেও এই ভ্যাকসিন দেয়া হবে।
আলেক্স জানিয়েছেন, চিড়িয়াখানায় পশুদেরকেও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে বাধ্য করা হচ্ছে। এছাড়া যারা এই প্রাণীগুলির দেখাশোনা করেন, তারাও পিপিই কিট, গ্লাভস পরেই প্রাণীদের কাছে যায়। যাতে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার কোনো ঝুঁকি না থাকে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়