চীনের মিসাইল, বোমা থেকে বাঁচতে তাইওয়ানজুড়ে মহড়া, প্রস্তুত হচ্ছে বাঙ্কার

চীনের সঙ্গে বাড়ছে উত্তেজনা। যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা দানা বাঁধছে। তাই সেই প্রস্তুতিও নিতে শুরু করেছে তাইওয়ান। দেশের মধ্যে থাকা বোমা থেকে বাঁচতে তৈরি বাঙ্কারগুলোকে প্রস্তুত করছে তারা। এছাড়া চলছে মহড়াও। আহতদের কীভাবে চিকিৎসা দেয়া হবে, কীভাবে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় নেয়া যাবে এসব প্রাক্টিস চলছেই। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশসীমায় একের পর এক উস্কানি সৃষ্টি করছে চীন। প্রায়ই দেশটির যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনের মধ্যে প্রবেশ করছে। তাইওয়ানও নিজেকে রক্ষায় তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে।

সামরিক মহড়ার পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তায়ও মহড়া চলছে। 
এর অংশ হিসেবে চীনের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে বাসিন্দাদের বিভিন্ন শেল্টারে আশ্রয় নেয়ার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাড়ির আন্ডারগ্রাউন্ড কিং সাবওয়েতে কীভাবে নিজেকে লুকানো যাবে তা দেখানো হচ্ছে। শপিং সেন্টারগুলোতেও চলছে মহড়া। দেশটির রাজধানী তাইপেতে প্রায় পাঁচ হাজার শেল্টার রয়েছে। সেখানে মোট ১ কোটি ২০ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এটি দেশটির মোট জনসংখ্যার ৪ গুণ। তাই চীনের হামলা থেকে বেসামরিক নাগরিকদের বাঁচানোর ক্ষমতা তাইওয়ানের রয়েছে বলে আত্মবিশ্বাসী দেশটির বাসিন্দারা। 

১৮ বছর বয়স্ক হারমনি উ জানান, প্রথমে এই মহড়া দেখে তিনি অবাক হয়েছিলেন। তবে তিনি বুঝতে পারছেন কেনো এটি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরণের আশ্রয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি না, কখন যুদ্ধ বেধে যাবে। এগুলো তৈরি করা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। যুদ্ধ খুবই ভয়ানক বিষয়। আমরা কখনো যুদ্ধ দেখিনি তাই আমরা সে জন্য প্রস্তুতও নই। মানুষ যাতে সহজেই তার বাড়ির কাছে অবস্থিত আশ্রয়কেন্দ্রটি খুঁজে পায় সে জন্য বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে তাইওয়ান সরকার। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে প্রচারণা। এছাড়া আশ্রয়গুলোর বাইরে বিশেষ চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং তাতে লেখা আছে কতজন এরমধ্যে আশ্রয় নিতে পারবেন। 
এই বিভাগের আরও খবর
কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

মানবজমিন
মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

জাগোনিউজ২৪
গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

সমকাল
বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাংলা ট্রিবিউন
কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

প্রথমআলো
মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়