চীনের সঙ্গে বাড়ছে উত্তেজনা। যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা দানা বাঁধছে। তাই সেই প্রস্তুতিও নিতে শুরু করেছে তাইওয়ান। দেশের মধ্যে থাকা বোমা থেকে বাঁচতে তৈরি বাঙ্কারগুলোকে প্রস্তুত করছে তারা। এছাড়া চলছে মহড়াও। আহতদের কীভাবে চিকিৎসা দেয়া হবে, কীভাবে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় নেয়া যাবে এসব প্রাক্টিস চলছেই। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশসীমায় একের পর এক উস্কানি সৃষ্টি করছে চীন। প্রায়ই দেশটির যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনের মধ্যে প্রবেশ করছে। তাইওয়ানও নিজেকে রক্ষায় তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে।
সামরিক মহড়ার পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তায়ও মহড়া চলছে।
এর অংশ হিসেবে চীনের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে বাসিন্দাদের বিভিন্ন শেল্টারে আশ্রয় নেয়ার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাড়ির আন্ডারগ্রাউন্ড কিং সাবওয়েতে কীভাবে নিজেকে লুকানো যাবে তা দেখানো হচ্ছে। শপিং সেন্টারগুলোতেও চলছে মহড়া। দেশটির রাজধানী তাইপেতে প্রায় পাঁচ হাজার শেল্টার রয়েছে। সেখানে মোট ১ কোটি ২০ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এটি দেশটির মোট জনসংখ্যার ৪ গুণ। তাই চীনের হামলা থেকে বেসামরিক নাগরিকদের বাঁচানোর ক্ষমতা তাইওয়ানের রয়েছে বলে আত্মবিশ্বাসী দেশটির বাসিন্দারা।
১৮ বছর বয়স্ক হারমনি উ জানান, প্রথমে এই মহড়া দেখে তিনি অবাক হয়েছিলেন। তবে তিনি বুঝতে পারছেন কেনো এটি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরণের আশ্রয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি না, কখন যুদ্ধ বেধে যাবে। এগুলো তৈরি করা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। যুদ্ধ খুবই ভয়ানক বিষয়। আমরা কখনো যুদ্ধ দেখিনি তাই আমরা সে জন্য প্রস্তুতও নই। মানুষ যাতে সহজেই তার বাড়ির কাছে অবস্থিত আশ্রয়কেন্দ্রটি খুঁজে পায় সে জন্য বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে তাইওয়ান সরকার। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে প্রচারণা। এছাড়া আশ্রয়গুলোর বাইরে বিশেষ চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং তাতে লেখা আছে কতজন এরমধ্যে আশ্রয় নিতে পারবেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়