চীনে চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫ কোটি মানুষের করোনা শনাক্ত হয়ে থাকতে পারে। গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) দুটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যমটি স্বাধীনভাবে এই হিসাবের সত্যতা যাচাই করতে পারেনি।
যদি এই তথ্য সত্য হয়, তবে ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীনে শনাক্তের হার হবে ১৮ শতাংশ, যা মহামারীর পর থেকে সর্বোচ্চ। তবে স্থানীয় জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) হিসাবে, ওই সময়ে দেশটিতে ৬২ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এনএইচসির বৈঠকে ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫ কোটি মানুষের করোনা শনাক্তের তথ্য উপস্থাপন করা হয়। সেই বৈঠক উপস্থিত সূত্র থেকে এ তথ্য জানা গিয়েছে।
বৈঠকে করোনা রোগীদের চিকিৎসার বিষয়টিও উঠে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়, এনএইচসির বৈঠকের তথ্য গতকাল চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সিএনএনের কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এনএইচসি। তবে তথ্য প্রকাশকারী সংবাদমাধ্যম বলছে, গত ২১ ডিসেম্বর চীনে ৩ কোটি ৭০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৯ জন।
প্রতিবেদন অনুসারে, চীন আনুষ্ঠানিকভাবে চলতি মাসে করোনায় ৮ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। দেশটির ৮০ বছরের বেশি বয়সী ৪২ দশমিক ৩ শতাংশ নাগরিককে করোনা টিকার তৃতীয় ডোজ দেয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়