অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।
আকাস (এইউকেইউএস) নামে পরিচিত এই চুক্তির আওতায় আরও থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা। চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে চুক্তি স্বাক্ষরকারী দেশ তিনটি।
এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা একটি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করতে বাধ্য হবে অস্ট্রেলিয়া। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য ১২টি সাবমেরিন নির্মাণে ৫ হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি করে ফ্রান্স।
এটিই ছিলো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। তবে ওই চুক্তি বাস্তবায়নে বিলম্ব ঘটছে। এর অন্যতম কারণ ক্যানবেরার তরফ থেকে শর্ত দেওয়া হয়েছিলো বহু উপাদানই স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক যৌথ বিবৃতিতে নতুন প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেন। এতে বলা হয়, ‘আকাস- এর অধীনে প্রথম পদক্ষেপ হিসেবে... আমরা অস্ট্রেলিয়াকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন অর্জনে যৌথ প্রতিশ্রুতি দিচ্ছি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়