চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে বেশ ধুঁকছে রিয়াল মাদ্রিদ। এসি মিলানের পর লিভারপুলের বিপক্ষে হারায় গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় পড়ে যায় দলটি। মঙ্গলবার রাতে গত আসরের ইউরোপা জয়ী আটালান্টাকে ৩-২ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচের ১০ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। পরেই তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ৩৬ মিনিটে তার বদলি হয়ে নামেন রদ্রিগো গোয়েস। প্রথমার্ধের শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোল করেন আটালান্টার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন। কিন্তু পরেই লোকমান গোল করে ম্যাচ জমিয়ে দেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। পয়েন্ট টেবিলে ২৪ থেকে ১৮ নম্বরে উঠেছে।
এখনো রিয়াল মাদ্রিদের সামনে সেরা আটে ওঠার সুযোগ আছে। হাতের হাতে আছে দুই ম্যাচ। ওই দুই ম্যাচে জিতলে রিয়ালের পয়েন্ট হবে ১৫। অন্য দিকে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা বায়ার্ন মিউনিখ অন্তত একটিতে হারলে, ব্রেস্ট, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা দুই ম্যাচেই পয়েন্ট হারালে সুযোগ থাকবে সেরা আটে ঢোকার। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া আর্সেনাল, ,মোনাকোর হারও প্রত্যাশা করতে হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়