বরগুনার তালতলীতে জমে উঠেছে সুবিধাবঞ্চিতদের জন্য দুই টাকায় ইফতার বাজার। 'পবিত্র রমজান মাসে রোজাদারদের পাশে' স্লোগানে ব্যক্তি মালিকানার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিনই শতাধিক মানুষ ইফতার হাট থেকে নানা আইটেমের ইফতার পাচ্ছেন।
প্রতিদিন বিকেলে মেসার্স হাওলাদার ট্রেডার্স থেকে দুই টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করেন ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিতরা। ওই কার্ডধারীদের মধ্যে বিকেল ৫টার পর উপজেলার বাঁধঘাট এলাকায় ইফতার বিতরণ করা হয়।
প্রতিদিন প্রায় শতাধিক মানুষের মধ্যে দুই টাকার বিনিময়ে সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে করে দেওয়া হয় ছোলা, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি ও ফলসহ সাত থেকে আট আইটেমের ইফতার। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউ নিচ্ছেন ওই ইফতার।
প্রতিদিন দুই টাকায় ইফতার বাজার থেকে ইফতার পেয়ে ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিতরা বলেন, 'আমরা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছি তারা ইচ্ছা করলেও এমন ইফতার ক্রয় বা নিজেরা তৈরি করা সম্ভব না। তাই প্রতিদিন ইফতার বাজার থেকে দুই টাকার বিনিময়ে ইফতার কিনে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে গিয়ে সকলকে নিয়ে একসঙ্গে ইফতার করি। '
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়