জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি একা হয়ে গেলেন? তিনি জাতীয় নেত্রী হয়ে ওঠার যে স্বপ্ন দেখেছিলেন তা কি অধরাই থেকে গেল! রাজনীতিতে যারা শেষ কথা বলে, তারা যে অজ্ঞ তা বলে দেয়ার অপেক্ষা থাকে না। তাই মমতার ভবিষ্যৎ নিয়ে আগাম মন্তব্যও অর্থহীন। উদ্ভূত পরিস্থিতিতে এটা বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না যে, জাতীয় রাজনীতিতে মমতা এই মুহূর্তে একা হয়ে গেছেন।
মুর্শিদাবাদের সাগরদীঘির উপ-নির্বাচনের ফল তাকে বড় একা করে দিয়েছে। এই সাগরদীঘিতে তিনি ২০১১ সালে একমাত্র বিধায়ক পেয়েছিলেন বিশ্বস্ত সুব্রত সাহাকে। এবার বাম সমর্থনে কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন, তৃতীয় স্থানে ফেলে দিয়েছেন বিজেপিকে। তৃণমূলের ভোট এবার ৩০ হাজার ৫০৮টি কমেছে। কংগ্রেস এবং বামের ভোট গেছে বায়রণ বিশ্বাসে। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৬৬৭টি ভোট। অর্থাৎ ২০২১-এর সাধারণ নির্বাচন থেকে ৫৭ হাজার ৩৬৩টি ভোট বেশি। বিজেপির ভোট কমেছে ১৯ হাজার ১৬৮টি।
মমতা কংগ্রেস প্রার্থীর এই জয়কে অনৈতিক বলে বাম এবং কংগ্রেসের দ্বার রুদ্ধ করেছেন। কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে এই অভিযোগও করেছেন তিনি। জাতীয় ক্ষেত্রে সমাজবাদী পার্টির আখিলেশ যাদব মমতার সঙ্গে ছিলেন, কিন্তু সম্প্রতি তাকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা যাচ্ছে। ডিএমকের স্তালিন নিজেই বিরোধী জোটের নেতা হতে চান। এই অবস্থায় বাম ও কংগ্রেস জোটকে অনৈতিক বলে মমতা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়