জালিয়াতির মামলায় ট্রাম্পের ৩৫ কোটি ডলার জরিমানা

জালিয়াতি করে ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া এক দেওয়ানি মামলার শুনানি শেষে গতকাল শুক্রবার নিউইয়র্কের এক বিচারপতি এ আদেশ দিয়েছেন।

বিচারপতি আর্থার এনগোরন তিন বছরের জন্য ট্রাম্পকে নিউইয়র্ক করপোরেশনের কর্মকর্তা কিংবা পরিচালক পদেও নিষিদ্ধ করেছেন।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দেওয়ানি মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেছেন, মোটা অঙ্কের ঋণ পেতে ট্রাম্প ব্যাংকারদের কাছে তাঁর নিজের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্য ফুলিয়ে–ফাঁপিয়ে দেখিয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালতে তিন মাস ধরে বিচারকাজ চলার পর গতকাল বিচারপতি এনগোরন কোনো জুরি ছাড়াই রায় ঘোষণা করেন।

ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, নির্বাচিত ডেমোক্র্যাট নেতা জেমস রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটি করেছেন।

গতকাল এনগোরন এ মামলায় গত সেপ্টেম্বরে তাঁর দেওয়া রুলটি বাতিল করেছেন। ওই রুলে বলা হয়েছিল, যে কোম্পানিগুলো ট্রাম্পের আবাসন ব্যবসাসংক্রান্ত সাম্রাজ্যের স্তম্ভগুলো নিয়ন্ত্রণ করে, সেগুলো যেন ‘বিলুপ্ত’ করে দেওয়া হয়। তবে গতকাল এনগোরন বলেছেন, এর আর প্রয়োজন পড়বে না। কারণ, তিনি ট্রাম্পের ব্যবসার ওপর নজর রাখার জন্য একজন স্বাধীন পর্যবেক্ষককে নিয়োগ দিচ্ছেন।

এনগোরন তাঁর রুলে লিখেছেন, এ মামলায় ট্রাম্প ও অন্য বিবাদীরা নিজেদের ভুল স্বীকার করতে অক্ষম হয়েছেন। এর বদলে তাঁরা সত্য লুকাতে এমন অঙ্গভঙ্গি করেছেন যেন—মন্দ কিছু দেখবেন না, মন্দ কিছু শুনবেন না ও মন্দ কথা বলবেন না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বিচারপতি এনগোরনকে ‘অসাধু’ বলে উল্লেখ করেছেন। আর জেমস লেটিশিয়াকে তিনি বলেছেন ‘দুর্নীতিবাজ’।
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া