টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পার্ক বাজারটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘ ৪৩ বছরেও। একসময় অস্থায়ী ভিত্তিতে গড়ে ওঠা বাজারটি ৩০ বছর আগে স্থায়ী বাজার হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু এর উন্নয়নে কারও নজর নেই। ফলে শহরের সর্ববৃহৎ বাজারটিতে দুর্ভোগের সীমা নেই ক্রেতা-বিক্রেতাদের। এ বাজারের ব্যবসায়ীরা বাজারের উন্নয়নের জন্য দাবি জানিয়েছেন অনেকবার। কিন্তু কোনো কাজ হয়নি।
টাঙ্গাইল পৌরসভা সূত্র জানায়, শহরের ছয়আনি বাজারের উন্নয়ন কাজের জন্য বিগত ১৯৭৭ সালে উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। তখন বাজারের ব্যবসায়ীদের ভাসানী হলের পাশে টাঙ্গাইল পার্কের তিন একর জায়গায় অস্থায়ীভাবে বসানো হয়। তারপর ছয়আনি বাজারের উন্নয়নকাজ শেষ হলে সেখানে পুনরায় বাজার চালু হয়। কিন্তু পার্কে অস্থায়ীভাবে আসা ব্যবসায়ীরা আর সরে যাননি। পরে বাজারটি পার্ক বাজার হিসেবে পরিচিতি লাভ করে। পৌরসভা কর্তৃপক্ষ পার্ক বাজারের ইজারা দেয়া শুরু করে। বিগত ১৯৮৯ সালে বাজারটি স্থায়ী বাজার হিসেবে মন্ত্রণালয় থেকে অনুমোদন পায়। বর্তমানে পার্ক বাজারে প্রায় সাতশ’ স্থায়ী দোকান এবং তিন শতাধিক অস্থায়ী দোকান রয়েছে। এতো বড় বাজারে আজও কোনো নালা নির্মাণ করা হয়নি। পানি নিস্কাশনেরও কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই কাদার কারণে বাজারের অনেক এলাকায় ঢোকা যায় না।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়