বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কোন রাজনৈতিক দল করবেন, কারা নির্বাচিত হবেন এটা নির্ধারণ করে দেন তাহলে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের আর কি মানে থাকলো। এটির আর কোনো দাম থাকলো না। শেখ হাসিনাও গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকদের দমন-পীড়ন চালাতেন, চেষ্টা করতেন বিএনপি থেকে তাদের ধরিয়ে দেওয়া যায় ও তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করে। এখন আমরা আবার শুনছি গোয়েন্দা সংস্থাগুলো নাকি নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছেন।
এই ঘটনা এই দেশের মানুষ মেনে নিবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে যেই দলকে পছন্দ করবে সেই দলকে ভোট দিবে, যে রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা,হুমকি থাকবে না।
এছাড়াও সরকারের তরফ থেকে গতকাল গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর রাতেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনা তদন্তে নিরপেক্ষ লোক দিয়ে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়