টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ রবিবার (১৬ জানুয়ারি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ চলবে। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) দলীয় প্রার্থীসহ পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) শেষ মুহূর্তের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।
টানা চার বার দখলে রাখা আসনটি ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগে। নির্বাচনের জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নৌকার প্রার্থী। অপরদিকে বিএনপি মাঠে না থাকায় জাতীয় পার্টি (জাপা) আসনটি দখলে নিতে মাঠে সরব।
টাঙ্গাইল-৭ আসনে সংসদ সদস্য পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির (লাঙল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রীমতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)।
আসনটি টানা চার বারের দখলে ছিল আওয়ামী লীগের। সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এর আগে চার বার বিএনপি ও দুই বার জাতীয় পার্টির দখলে ছিল এই আসন। টানা চার বারের জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকায় দলের ভোট ব্যাংক এখন বিশাল।
অপরদিকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ভোটের মাঠে নেই আওয়ামী লীগের শক্ত প্রতিপক্ষ বিএনপি মনোনীত কোনও প্রার্থী। তবে যেসব দল বা প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের জয়ের পরিসংখ্যান ও সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে থাকলেও চমক দেখাতে মাঠে তৎপর জাতীয় পার্টি।
আসনটি ধরে রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ লড়ছেন। এ আসনে তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকও এমপি ছিলেন।
খান আহমেদ শুভ বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ নৌকার প্রচারণায় অংশ নিয়েছেন। এ নির্বাচনে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। এই আসন নৌকারই থাকবে।
জহিরুল ইসলাম জহির বলেন, সাধারণ ভোটাররা আমার সঙ্গে রয়েছেন। নির্বাচনি প্রচারণায় নেমে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। ভোট সুষ্ঠু হলে আমিই জয়ী হবো।
এদিকে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদী।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়