টিকটক করতে গিয়ে বনে আগুন!

আগুনের লেলিহান শিখা দেখে তা নেভানোর কোনো চেষ্টা না করেই টিকটকার মেতে উঠলেন টিকটক ভিডিও বানাতে। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানে। এ ঘটনায় টিকটকার ওই নারীর বিরুদ্ধে দাবানল সৃষ্টির অভিযোগ উঠেছে।

পাকিস্তানি একজন নারী টিকটকার সম্প্রতি পাহাড়ের পাশে বনে লাগা আগুনের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে চরমভাবে সমালোচিত হয়েছেন। পাকিস্তানে যখন ভয়াবহ দাবদাহ চলছে এবং উচ্চ তাপমাত্রায় নাগরিকরা ধুঁকছেন, তেমন সময়ে আগুনের সঙ্গে টিকটক করায় তার সমালোচনা করছেন নাগরিকরা। খবর আল-জাজিরা।

হুমায়রা আসগর নামের ওই টিকটকারকে রুপালি একটি জামা পরে পাহাড়ের ধারে আগুনের পাশে হাঁটতে দেখা যায়। তিনি ক্যাপশনে লেখেন: ‘আমি যেখানে যাই সেখানেই আগুন ধরে যায়।’ এ ঘটনায় তাকে গ্রেফতারের দাবি করেছেন অনেক পরিবেশবাদী।

এর আগে উত্তর-পশ্চিম শহর অ্যাবোটাবাদে ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য আগুন ধরানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি পাকিস্তানে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। গরিবরা অত্যন্ত কষ্ট পাচ্ছে এই বাড়ন্ত উত্তাপে।

আসগরের প্রায় ১১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে টিকটকে। দাবানল সৃষ্টির অভিযোগ অস্বীকার করে তার সহযোগী এক বিবৃতিতে জানান, ‘ভিডিও তৈরিতে কোনো ক্ষতি নেই।’

তবে সমালোচনার তোপে ভিডিওটি সরিয়ে নিয়েছেন তিনি।

ইসলামাবাদের একজন পরিবেশবিদ সায়েদ খান সাত্তি বলেন, আগুনের সঙ্গে নিজের তুলনা না করে তার এক বালতি পানি হাতে দাঁড়ানো উচিত ছিল। তার ভিডিওতে যে বার্তা দেওয়া হচ্ছে তা বিপজ্জনক।

গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেস্ক অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে চরম বিপাকে থাকা দেশগুলোর মধ্যে আট নম্বরে রয়েছে পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের জনগণের ভেতর সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে না। মধ্য এপ্রিল থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত বনে আগুন লাগার ঘটনা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে দেশটিতে।
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া