করোনাভাইরাসের টিকা নেওয়ার পর কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা জানতে চান সবাই। কারা টিকা নেবেন আর কারা নেবেন না, এমন প্রশ্নও রয়েছে মানুষের মনে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এ নিয়ে নির্দেশনা দিয়েছে।
সিডিসি স্থানীয় সময় গতকাল শনিবার জানিয়েছে, অ্যালার্জি আছে—এমন লোকজনও টিকা নিতে পারবেন। তবে টিকার কোনো উপাদান নিয়ে আগে যদি কারও অ্যালার্জি হয়ে থাকে, তাহলে তাঁরা চট করে টিকা নিতে পারবেন না। সে ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা করতে হবে।
সিডিসি তাদের ওয়েব পেজে বলছে, খাবার, পরিবেশসহ নানা বিষয়ে যাঁদের অ্যালার্জি আছে, তাঁরা করোনার টিকা নিতে পারবেন। যাঁদের মুখে নেওয়া ওষুধে অ্যালার্জি অথবা অন্য কোনো টিকায় হালকা বা মাঝারি অ্যালার্জি হয়েছে, তাঁরাও টিকা নিতে পারবেন।
তবে যাঁদের অন্য কোনো টিকায় অনেক বেশি অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, তাঁদের টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়