টিকা সংকটের শঙ্কায় কমেছে প্রথম ডোজ পাওয়ার হার

দেশে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রয়োগের কর্মসূচি চলছে দুই মাসের বেশি সময় ধরে। যদিও পরিকল্পনা অনুযায়ী এখনো টিকার সংস্থান করতে পারেনি বাংলাদেশ। এমনকি আগাম মূল্য পরিশোধের পরও দেশে আসেনি কাঙ্ক্ষিত টিকার চালান। এর মধ্যে চলতি মাসে দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হয়। দ্বিতীয় ডোজ শুরুর পর দেখা গেছে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান কর্মসূচিতে দ্বিতীয় ডোজ প্রয়োগের বিষয়টিকে আপাতত বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

গত ৭ এপ্রিল পর্যন্ত দেশে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন নারী-পুরুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। পরদিন, অর্থাৎ ৮ এপ্রিল থেকে শুরু হয় তাদের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। পাশাপাশি চলমান থাকে প্রথম ডোজের প্রয়োগও। ৮ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ২১ লাখ ৬৩ হাজার ১৫৪ জন মানুষ প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ১৭৯ জন, যা গত দুই সপ্তাহে মোট টিকা গ্রহণকারীদের ১০ শতাংশের কম।

রাজধানীতে মোট ৪৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কেন্দ্রে গত দুই সপ্তাহে প্রথম ডোজের টিকা নেয়ার সংখ্যা কমেছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে গত সপ্তাহের শেষ কর্মদিবসে ১৪ জন পুরুষ ও চারজন নারী প্রথম ডোজের টিকা নিয়েছেন। একই দিন কেন্দ্রটিতে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬০২ জন। রাজধানীর সব টিকা কেন্দ্রের চিত্র প্রায় একই রকম। এদিন রাজধানীর কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৪ হাজার ৩৬৫ জন ও প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ৬৭১ জন।

রাজধানীর একটি টিকা কেন্দ্রের উপপরিচালক নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, টিকার সংকটের কারণে প্রথম ডোজ প্রয়োগে গুরুত্ব দেয়া হচ্ছে না। আমাদের কেন্দ্রে প্রতিদিন ৫০ জনকে প্রথম ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মূলত দ্বিতীয় ডোজকেই সবার আগে রাখছি আমরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত ৭১ লাখ ৮৪ হাজার ৪০৬ জন টিকাপ্রত্যাশী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৮ এপ্রিলের পর দুই সপ্তাহে ১ লাখ ৯১ হাজার ৬১৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে ১৪ লাখের বেশি নিবন্ধনকারী প্রথম ডোজের টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে দুই ডোজ মিলিয়ে ৭৭ লাখ ৪৬ হাজার ৬৬১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন নারী ও পুরুষ নিয়েছেন প্রথম ডোজের টিকা। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। ফলে মজুদকৃত টিকার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ৩৩৯ ডোজে। এ টিকা আগামী মাসের মাঝামাঝিতে শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরও খবর
হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

কালের কণ্ঠ
খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

কালের কণ্ঠ
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

সমকাল
স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

জনকণ্ঠ
অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

বাংলা ট্রিবিউন
ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

প্রথমআলো
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়