দেশে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রয়োগের কর্মসূচি চলছে দুই মাসের বেশি সময় ধরে। যদিও পরিকল্পনা অনুযায়ী এখনো টিকার সংস্থান করতে পারেনি বাংলাদেশ। এমনকি আগাম মূল্য পরিশোধের পরও দেশে আসেনি কাঙ্ক্ষিত টিকার চালান। এর মধ্যে চলতি মাসে দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হয়। দ্বিতীয় ডোজ শুরুর পর দেখা গেছে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান কর্মসূচিতে দ্বিতীয় ডোজ প্রয়োগের বিষয়টিকে আপাতত বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
গত ৭ এপ্রিল পর্যন্ত দেশে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন নারী-পুরুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। পরদিন, অর্থাৎ ৮ এপ্রিল থেকে শুরু হয় তাদের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। পাশাপাশি চলমান থাকে প্রথম ডোজের প্রয়োগও। ৮ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ২১ লাখ ৬৩ হাজার ১৫৪ জন মানুষ প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ১৭৯ জন, যা গত দুই সপ্তাহে মোট টিকা গ্রহণকারীদের ১০ শতাংশের কম।
রাজধানীতে মোট ৪৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কেন্দ্রে গত দুই সপ্তাহে প্রথম ডোজের টিকা নেয়ার সংখ্যা কমেছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে গত সপ্তাহের শেষ কর্মদিবসে ১৪ জন পুরুষ ও চারজন নারী প্রথম ডোজের টিকা নিয়েছেন। একই দিন কেন্দ্রটিতে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬০২ জন। রাজধানীর সব টিকা কেন্দ্রের চিত্র প্রায় একই রকম। এদিন রাজধানীর কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৪ হাজার ৩৬৫ জন ও প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ৬৭১ জন।
রাজধানীর একটি টিকা কেন্দ্রের উপপরিচালক নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, টিকার সংকটের কারণে প্রথম ডোজ প্রয়োগে গুরুত্ব দেয়া হচ্ছে না। আমাদের কেন্দ্রে প্রতিদিন ৫০ জনকে প্রথম ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মূলত দ্বিতীয় ডোজকেই সবার আগে রাখছি আমরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত ৭১ লাখ ৮৪ হাজার ৪০৬ জন টিকাপ্রত্যাশী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৮ এপ্রিলের পর দুই সপ্তাহে ১ লাখ ৯১ হাজার ৬১৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে ১৪ লাখের বেশি নিবন্ধনকারী প্রথম ডোজের টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে দুই ডোজ মিলিয়ে ৭৭ লাখ ৪৬ হাজার ৬৬১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন নারী ও পুরুষ নিয়েছেন প্রথম ডোজের টিকা। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। ফলে মজুদকৃত টিকার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ৩৩৯ ডোজে। এ টিকা আগামী মাসের মাঝামাঝিতে শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়