ডায়াবেটিক রোগীদের গর্ভকালীন প্রস্তুতি

সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময়ই ডায়াবেটিক রোগীদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। একে বলা হয় ‘প্রি কনসেপশনাল কেয়ার’। সন্তান নেওয়ার আগেই ডায়াবেটিক রোগীদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে—

* ব্লাড সুগার যেন ভালো নিয়ন্ত্রণে থাকে। বিগত তিন মাসের ডায়াবেটিসের গড় (এইচবিএওয়ানসি) যেন ৬.৫ শতাংশের কাছাকাছি থাকে, কোনো হাইপোগ্লাইসেমিয়া ছাড়া।

* ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে হবে।

* ডায়াবেটিস থেকে কোনো জটিলতা যেমন—চোখে ঝপসা দেখা, কিডনিতে সমস্যা, নার্ভে সমস্যা হচ্ছে কি না আগেই দেখে নিতে হবে।

* যাঁরা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাঁদের থাইরয়েড হরমোনের মাত্রা (টিএসএইচ) পরীক্ষা করাতে হবে এবং ২.৫ মিলিলিটারের নিচে রাখতে হবে।

* রোগীদের শেখাতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখায় কতটুকু গুরুত্বপূর্ণ খাবার-ব্যায়াম।

বাসায় কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, ইনসুলিন কিভাবে দেবেন, ইনসুলিনের ডোজ কিভাবে অ্যাডজাস্ট করবেন তা ডাক্তার শিখিয়ে দেবেন।
* ডায়াবেটিস বেশি কমে গেলে (হাইপোগ্লাইসেমিয়া) কী করতে হবে তা-ও বলে দেবেন আপনার ডাক্তার।

* বাচ্চার মায়ের কী ধরনের জটিলতা হতে পারে, সে ব্যাপারে ডাক্তার ধারণা দেবেন।

* জন্মের পরপরই বুকের দুধ নিশ্চিত করতে হবে, যেন বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া না হয়।

* যেসব মায়ের ওজন বেশি, তাঁদের ওজন কমাতে হবে খাবার ও ব্যায়ামের মাধ্যমে। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে।

 * যেসব মা গর্ভধারণের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের বাচ্চার জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য ফলিক এসিড ট্যাবলেট খেতে হবে ১২ সপ্তাহ পর্যন্ত।

ওষুধের পর্যবেক্ষণ ও ডোজ ঠিক করা

* ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য গর্ভধারণের প্রস্তুতির সময়ই (অন্তত তিন মাস আগে) মুখে খাওয়ার ডায়াবেটিসের ওষুধ পরিবর্তন করে ইনসুলিনে চলে যাওয়া ভালো।

* গর্ভধারণের প্রস্তুতির সময় কিছু উচ্চ রক্তচাপের ওষুধ এবং কোলেস্টেরলের ওষুধ পরিবর্তন করতে হতে পারে।

* চোখের কোনো সমস্যা (রেটিনোপ্যাথি) এবং কিডনির সমস্যা (নেফ্রোপ্যাথি) আছে কি না আজই পরীক্ষা করে দেখতে হবে।

ডায়াবেটিক মায়ের যে জটিলতাগুলো হতে পারে—

* বাচ্চা নষ্ট হয়ে যাওয়া (অ্যাবরশন)

* প্রি-একলাম্পশিয়া (প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাওয়ায় রক্তচাপ বেড়ে যাওয়া)

* গর্ভকালীন খিঁচুনি

* বিলম্বিত ডেলিভারি (প্রো লং লেবার), সিজারিয়ান ডেলিভারি লাগতে পারে।

* অতিরিক্ত রক্তচাপ

* প্রসব-পরবর্তী ইনফেকশন

বাচ্চার যেসব সমস্যা হতে পারে

* বড় বাচ্চা হওয়া

* বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া, জন্ডিস

* জন্মগত ত্রুটি
এই বিভাগের আরও খবর
চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি উপকার?

চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি উপকার?

প্রথমআলো
বৈশ্বিক ডায়াবেটিসের হার গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে

বৈশ্বিক ডায়াবেটিসের হার গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে

মানবজমিন
শিশুর ডেঙ্গু: উপসর্গ নিয়ে যা কিছু জানা জরুরি

শিশুর ডেঙ্গু: উপসর্গ নিয়ে যা কিছু জানা জরুরি

বাংলা ট্রিবিউন
ডেঙ্গুতে ২০০ ছাড়ালো মৃত্যু

ডেঙ্গুতে ২০০ ছাড়ালো মৃত্যু

মানবজমিন
আন্দোলনে আহত দেড় শতাধিক রোগীকে পর্যবেক্ষণ করেছেন চীনা চিকিৎসকরা

আন্দোলনে আহত দেড় শতাধিক রোগীকে পর্যবেক্ষণ করেছেন চীনা চিকিৎসকরা

বণিক বার্তা
কী খেয়ে নিজেকে এত ফিট রাখেন অনন্যা পান্ডে

কী খেয়ে নিজেকে এত ফিট রাখেন অনন্যা পান্ডে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া