দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে। চারজন মারা গেছে ঢাকার হাসপাতালে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮২৩ জন।
এর মধ্যে ঢাকার বাইরে এক হাজার ৮১৮ জন, ঢাকায় এক হাজার পাঁচজন। অর্থাৎ এক দিনে আক্রান্ত ও মৃত্যু দুটিই ঢাকার বাইরে বেশি। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৩১৭ জন।
এর মধ্যে ঢাকা মহানগরে তিন হাজার ৪৬৮ জন, ঢাকার বাইরে পাঁচ হাজার ৮৪৯ জন। অর্থাৎ হাসপাতালে ভর্তি রোগীর ৬২.৭৭ শতাংশ ঢাকার বাইরের।
একই সময়ে মারা গেছে ৫৩ জন। এর মধ্যে ৩০ জন ঢাকার, ঢাকার বাইরের ২৩ জন।
অর্থাৎ ৫৬.৬০ শতাংশ ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে ঢাকায় ৬১ হাজার ৪৮৯ জন আর ঢাকার বাইরে ৭১ হাজার ৬৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। এর মধ্যে ঢাকায় ৪৬৮ জনের, ঢাকার বাইরে ১৭৮ জনের মৃত্যু হয়েছে।
সেই হিসাবে, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত ১৩১ জনে একজনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে ৪০২ জনে একজনের মৃত্যু হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়