দেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে ৫০৬ হয়েছে। এর অর্ধেকই মারা গেছে চলতি আগস্টে।
ডেঙ্গু এখন আর রাজধানী ঢাকা বা নগরকেন্দ্রিক নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামেও ছড়িয়ে পড়েছে।
এসব এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতির উন্নতি কখন হবে, তা স্পষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাঁরা বলছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতির কখন উন্নতি হবে বা স্বাভাবিক অবস্থায় কখন ফিরবে, তা মূলত আবহাওয়া ও বৃষ্টিপাতের ওপর নির্ভর করছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) উপদেষ্টা ড. মুশতাক হোসেন কালের কণ্ঠকে বলেন, যদি কোনো কারণে বৃষ্টিপাত না হয় এবং টানা দুই সপ্তাহ রোগীর সংখ্যা কমে আসে, তাহলে বলা যাবে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরছে। আর যদি বৃষ্টি হয়, তাহলে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো সময় লাগবে।
তিনি বলেন, আগে মূলত ঢাকায় ডেঙ্গু ছিল, এখন তো গ্রাম পর্যায়ে চলে গেছে। সেখানে তো মশক নিধনের কোনো ব্যবস্থা নেই।
কাজেই বলা যায়, ডেঙ্গু পরিস্থিতি কমবে না বাড়বে, সেটা আবহাওয়ার ওপর নির্ভর করে।
সর্বশেষ বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ৪২৯ হলো।
চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৫৯৭ জন, এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫৫ জনের। অর্থাৎ দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর অর্ধেকের বেশি হয়েছে আগস্ট মাসে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়