ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়কে সাধারণ মানুষের ওপর বাস তুলে দেওয়ার ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম দুর্ঘটনায় প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বরের (৭০) মৃত্যু হয়। পরে ওই ঘটনায় হতাহতদের উদ্ধার করতে আসা স্থানীয়দের ওপর বাস তুলে দেওয়া হয়। ১০ মিনিটের ব্যবধানে ঝরে যায় আরও তিনটি তাজা প্রাণ। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও একজন মারা যান। এ নিয়ে দুই দুর্ঘটনা মোট পাঁচ জনের মৃত্যু হলো।
নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী ও সদর উপজেলার শিরখাড়া ইউনিনের বল্লবদী গ্রামের খলিল মাতুব্বর (৭০), শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যানচালক লিটন শরীফ (৪০) এবং মোফাজ্জেল হোসেন (৫৫)।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো- গ-১৩১৪৫৫) পেছন দিক থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মো. খলিল মাতুব্বর নামের একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করতে থাকে। এমন সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী আরেকটি বাস স্থানীয়দের উপর উঠে গেলে ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার(৫৮), রোকেয়া বেগম(৪০) ও ভ্যানচালক মো.লিটন(৪০) মারা যান।
পরে গুুরতর আহত অবস্থায় আরও তিন জনকে হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোফাজ্জেল হোসেনের মৃত্যু হয়। এছাড়া সামান্য আহত অন্তত আরও তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতে বাড়ি ফেরেন।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, প্রথমে গ্রামীণ পরিবহনের একটি প্রাইভেটকারকে চাপা দেয়। আহত যাত্রীদের উদ্ধারের সময় অপর একটি বাস উদ্ধারকারীদের চাপা দেয়। তবে গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এছাড়াএ অন্য যাত্রীবাহী বাসটিও তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়