মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি তাইওয়ান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় বেইজিং রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান পাঠানোর পর এই ফোনালাপ হয়েছে। তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, বিগত ৪০ বছরের মধ্যে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
‘তাইওয়ানে চীনের উস্কানি’ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জো বাইডেন মঙ্গলবার বলেছেন তিনি এবং শি জিনপিং ইস্যুটি নিয়ে আলাপ করেছেন। হোয়াইট হাউজে তিনি বলেন, ‘আমি তাইওয়ান নিয়ে (চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপ করেছি। আমরা একমত হয়েছি যে, তাইওয়ান চুক্তির প্রতি আমরা অনুগত থাকবো আর আমরা এটা স্পষ্ট করেছি যে আমার মনে হয় না তিনি এমন কিছু করবেন যা চুক্তি অনুমোদন করে না।’
গত সোমবার তাইওয়ান নিজেদের আকাশ প্রতিরক্ষা এলাকায় রেকর্ড ৫৬টি যুদ্ধবিমান শনাক্ত করে। গত শুক্রবার থেকে ধারাবাহিকভাবে ওই এলাকায় যুদ্ধবিমান পাঠাচ্ছে বেইজিং।
বুধবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিও কুয়ো-চেং পার্লামেন্টে বলেছেন, আন্তঃ উপত্যকা উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘২০২৫ সাল নাগাদ চীন পূর্ণ মাত্রায় গণতান্ত্রিক তাইওয়ানে আগ্রাসনে চালানোর সক্ষমতা অর্জন করবে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়