তালেবানকে নিষিদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সিনেটররা

আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা। ওই সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সমর্থনকারী বিদেশি রাষ্ট্রগুলোর ওপরও বিধিনিষেধ জারি করতে বলেন ২০-এর বেশি সিনেটর।

স্থানীয় সময় গত মঙ্গলবার 'আফগানিস্তানে সন্ত্রাস দমন, তদারকি এবং জবাবদিহিতা' নামের বিলটি উত্থাপন করা হয়।

এরই মধ্যে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের ছত্রছায়ায় আল কায়দা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ জন্য বিমান হামলার মাধ্যমে তাদের পুনরুত্থান ঠেকানোর পরিকল্পনা করছে পেন্টাগন। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ তথ্য জানান। খবর রয়টার্স, এএফপি ও হিন্দুস্তান টাইমসের।

যুক্তরাষ্ট্রের সিনেটর কলিন্স বলেন, আমাদের আইন প্রশাসনকে জবাবদিহি করতে এবং যুক্তরাষ্ট্রের নাগরিক, এসআইভি ও শরণার্থীদের আফগানিস্তান থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে সহায়তা করবে। একই সঙ্গে এটি তালেবান এবং তার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

তালেবানের মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র একটি সুস্পষ্ট বার্তা পাঠাচ্ছে বলেও জানান তিনি। এদিকে আল কায়দাকে ঠেকাতে দূরদিগন্ত থেকে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা কৌশলের কার্যকারিতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। তা সত্ত্বেও এই কৌশল ব্যবহার করে আফগানিস্তানে তাদের রুখতে চায় পেন্টাগন।

দেশটির প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটিকে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, দূরদিগন্ত থেকে অভিযান চালানো কঠিন বটে; কিন্তু তা করাটা খুবই সম্ভব।

গত এপ্রিল মাসে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার ওই ঘোষণার পর পেন্টাগন বারবার বলে আসছে যে, তারা আশপাশের যুক্তরাষ্ট্রের ঘাঁটি কিংবা ড্রোন থেকে হামলা চালিয়ে আফগানিস্তানে আল কায়দা ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের উত্থান ঠেকাতে সক্ষম।

১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকে দেশটিতে খাদ্য সংকট প্রকট হচ্ছে। গৃহহীনের সংখ্যা বহুগুণে বাড়ছে। দেশটিতে নতুন করে গৃহহীন হয়ে পড়ার মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী এবং শিশু।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার-ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যটি এমন সময় প্রকাশ্যে এলো, যখন আফগানিস্তানে মানবিক সংকট মোকাবিলায় বিশ্ববাসীর কাছে সহায়তা চাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে বুধবার রাতে চীনের ৩১ মিলিয়ন ডলারের জরুরি মানবিক সহায়তার প্রথম ব্যাচ কাবুলে পৌঁছেছে। পরে তা তালেবান কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরও খবর
কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

মানবজমিন
মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

জাগোনিউজ২৪
গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

সমকাল
বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাংলা ট্রিবিউন
কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

প্রথমআলো
মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়