তিনটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে বছর শেষ করলো উত্তর কোরিয়া

২০২২ সালে উত্তর কোরিয়া রেকর্ড পরিমাণ অস্ত্র পরীক্ষা করেছে। বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েক দিন পরপরই শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ৩১শে ডিসেম্বর বছরের শেষ দিনটিতেও তিনটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের সমুদ্রে এই পরীক্ষা চালায়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, উত্তর কোরিয়া কদিন আগেই ২০১৭ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ড্রোন প্রবেশ করায়। ওই ঘটনার পাঁচ দিনের মাথায়ই এই মিসাইল পরীক্ষার খবর পাওয়া গেলো। উত্তর কোরিয়া এ বছর যে কোনো বছরের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ওয়াশিংটন বলেছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেনি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের দক্ষিণে উত্তর হুয়াংহাই প্রদেশ থেকে স্থানীয় সময় সকাল ৮টা থেকে তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা ‘গুরুতর উস্কানি’ বলে বর্ণনা করেছে। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, উত্তরের এমন আচরণ কোরীয় উপদ্বীপের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করবে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বছরের শেষ দিনে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলি প্রায় ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানে। এর আগে জাপানের কোস্টগার্ড জানায়, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে পড়েছে। 

এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার এশিয়ান মিত্ররা ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাথে যুক্ত উত্তর কোরিয়ার তিন সিনিয়র কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পিয়ংইয়ংয়ের প্রতি কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের রক্ষণশীল সরকার ক্ষমতা গ্রহণ করে। এর পর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া