আশুলিয়ায় যাত্রীবাহী ‘আলী নুর’ পরিবহনের তিন বাসের প্রতিযোগিতার রেষারেষিতে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় সিএনজিতে থাকা আহত এক বছর বয়সী শিশু আতকিয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ শনিবার (১৬ জুলাই) সকালে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ শিশু আতকিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শিশু আতকিয়ার মৃত্যু হয়।
নিহত শিশু আতকিয়ার টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার মো. রনির মেয়ে। এ ঘটনায় মো. রনি ও তার স্ত্রী নাছিমা বেগমসহ আরও দুজন আহত হয়েছেন।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, বাসের ওভারটেকিং প্রতিযোগিতায় দুর্ঘটনার শিকার হয়েছে সিএনজিটি। এতে থাকা একই পরিবারের চারজন আহত হন। পরে শুক্রবার সন্ধ্যার দিকে শিশু আতকিয়ার ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়। নিহতের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। এর মধ্যে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন ও পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। তবে বাসগুলো এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়