পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন। গত মাসে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার তৃতীয় বিদেশ সফর। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের আমন্ত্রণে তিনি তুরস্ক যাচ্ছেন।
খবরে প্রকাশ, শাহবাজ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি এবং ব্যবসা ও বাণিজ্য বাড়ানোই হবে এই সফরের লক্ষ্য।
এর আগে শাহবাজ শরিফ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। তিনি ১১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল
রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক প্রেসিডেন্টপ্রার্থীকে ১৫ বছরের জেল মিসরে
মিসরের একটি আদালত সাবেক প্রেসিডেন্টপ্রার্থী আবদেল মোনিম আবুল ফুতুহ এবং নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন প্রখ্যাত নেতাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে 'ভুয়া খবর প্রচার' এবং সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।
রোববার আদালতের রায়ে বলা হয়, আবুল ফুতুহকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ৭০ বছর বয়স্ক ফুতুহর পরিবার জানিয়েছে, তিনি বেশ অসুস্থ।
এছাড়া আবুল ফুতুহর স্ট্রং ইজিপ্ট পার্টির উপ-প্রধান মোহাম্মদ আল-কাসাসকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ব্রাদারহুডের সাবেক সুপ্রিম গাইড মাহমুদ ইজ্জতকেও ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি ইতোমধ্যেই বিভিন্ন মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন।
রাইটস গ্রুপগুলো প্রায়ই মিসরে গণকারাদণ্ড দেয়ার জন্য আদালতের সমালোচনা করে নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো গ্রুপগুলো বলছে, আবুল ফুতুহ ও আল-কাসাসের মতো লোকদের গ্রেফতার ও বিচার আসলে সরকারের দমননীতির অংশবিশেষ। এগুলো কেবল ইসলামি রাজনৈতিক বিরোধীদেরই নয়, বরং সেইসাথে গণতন্ত্রপন্থী কর্মী, সাংবাদিক, অনলাইন সমালোচকদের দমনের প্রক্রিয়া।
আবুল ফুতুহ ছিলেন ব্রাদারহুডের সাবেক সিনিয়র নেতা। ২০১১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করার সিদ্ধান্ত নিলে গ্রুপটি থেকে বহিষ্কৃত হন। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের সমালোচনা করলে তাকে ও আল-কাসাসকে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়