দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ১০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই চার দেশের সমন্বয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর প্রথম শীর্ষ বৈঠকে ২০২২ সালের মধ্যে ওই পরিমাণ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকের পর শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চারটি দেশ একজোট হয়ে করোনার টিকা তৈরির প্রক্রিয়ায় গতি আনতে সম্মত হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বোঝাপড়া সুদৃঢ় করার জন্য তিনটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ভারতে উৎপাদন করে তা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা উৎপাদনের জন্য অর্থায়ন করবে ইউএস ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন (ডিএফসি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)।
আগামী বছর অর্থাৎ ২০২২ সালের শেষ নাগাদ অন্তত ১০০ কোটি টিকা তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অস্ট্রেলিয়া অর্থ, লজিস্টিক সাপোর্ট এবং প্রশিক্ষণ দানসহ বিভিন্ন ভারত মহাসাগরীয় ও প্যাসিফিক আইল্যান্ডে টিকা পৌঁছে দেবে। সস্তায় ঋণ দেবে জাপান। এ ছাড়া ভ্যাকসিন বণ্টন করার কাজে নেওয়া হবে কোভ্যাক্স, ডব্লিউএইচও, গ্যাভি, আসিয়ান প্রভৃতি জোট ও সংস্থার সহায়তা।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়