বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এক জেলের জালে ধরা পড়ে বড় আকারের দু’টি ভোল মাছ। ১৮ লাখ ৫০ হাজার টাকায় মাছ দুটি বিক্রি হয়েছে। এর মধ্যে একটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, আরেকটির ওজন ২৭ কেজি।
দুবলার চর থেকে মাছ দু’টি কিনে শনিবার বিকেলে মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন ‘মেসার্স জয়মনি ফিস’ আড়তের মালিক আল আমিন। এ সময় মাছ দু’টি দেখতে ভিড় জমান উৎসুক লোকজন। এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলে ফারুক হোসেনের জালে মাছ দু’টি ধরা পড়েছিল।
জেলে ফারুক হোসেন জানিয়েছেন, গত অক্টোবরের প্রথম দিকে দুবলার চরসহ পাঁচটি চরাঞ্চলে শুঁটকির তৈরির মাছ আহরণে যান মোংলার জয়মনির ঘোল এলাকার জেলে ফারুক হোসেন। শুঁটকির মওসুম এখন শেষপর্যায়ে। এতদিন ফারুকের জালে তেমন বড় মাছ ধরা না পড়লেও বৃহস্পতিবার দু’টি বড় ভোল মাছ ধরা পড়ে। ওই দিন শেষরাতে জাল উঠিয়ে মাছ দু’টি দুবলার চরের মৎস্য আড়তে নিলামে তোলা হয়। নিলামে ২০-২৫ জন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে মোংলা বাজারের মাছ ব্যবসায়ী আল আমিন ১৮ লাখ ৫০ হাজার টাকায় মাছ দু’টি পান।
এর মধ্যে বড় মাছটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, দাম পড়েছে ১১ লাখ। ছোট মাছটির ওজন ২৭ কেজি, দাম পড়েছে সাত লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি মাছের দাম পড়েছে ২৯ হাজার ১৩৩ টাকা।
ব্যবসায়ী আল আমিন জানিয়েছেন, মাছ দু’টি সঠিক পদ্ধতিতে প্রসেসিং ও প্যাকেটজাত করে চট্টগ্রামের মাছের আড়তে পাঠানো হয়েছে। মোংলা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আফজাল ফারাজী বলেন, ‘ভোল মাছ এই অঞ্চলে খুব কম পাওয়া যায়। পশুর নদী বা সুন্দরবন সংলগ্ন নদীতে আগে পাওয়া গেলেও এখন দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ ধরায় পাওয়া যায় না। এ জন্য আমাদের আড়তেও আসে না। দুবলার চরে পাওয়া মাছ দুটি আড়তে এসেছে। সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখানে আরও বেশি দাম পাওয়া যাবে।’ তিনি বলেন, ‘ভোল মাছের ফুলকি ও পটকার দাম প্রচুর। এই মাছের পটকা ও বালিশ রফতানি হয়। শুনেছি এসব দিয়ে মেডিসিন তৈরি করা হয়।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়