তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগে থেকেই দেশ ছাড়ছিলেন অনেকে। রাজধানী কাবুলের পতনের পর বিমানবন্দরগামী মানুষের ভিড় এত বেড়ে যায় যে আশেপাশে সড়কে যানজট তৈরি হয়। সে ধারা অব্যাহত আছে আজও।
বার্তাসংস্থা এপি বলছে, বিমানবন্দরে প্রচন্ড হট্টগোল দেখা দিয়েছে। মানুষের ভিড় সামাল দিতে বিমানবন্দরটির নিয়ন্ত্রণে থাকা মার্কিন বাহিনী হিমশিম খাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিওতে দেখা গেছে, মানুষের হুড়োহুড়ি বিমানের টারমাক পর্যন্ত পৌঁছেছে। মানুষের ঢল সামাল দিতে পারছে না বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সরিয়ে দিতে এক পর্যায়ে নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মার্কিন সেনারা ফাঁকা গুলি ছোড়েন।
এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তারা পদদলিত হয়ে মারা গেছেন নাকি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে দেশ ছাড়তে ইচ্ছুকদের বাধা না দেয়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৬৫টি দেশ। এসব দেশের পক্ষে মার্কিন পরররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, যারা দেশত্যাগ করতে চান তারা যেন হয়রানির শিকার না হন। তাদের যেন কোনো ধরনের বাধা দেয়া না হয়। অন্যথায় এর দায় তালেবানকে নিতে হবে। বিবৃতিতে আফগানিস্তানের প্রতিটি নাগরিকের নিরাপদে জীবনযাপনের অধিকার রয়েছে উল্লেখ করে তাদের সহায়তা আন্তর্জাতিক শক্তি প্রস্তুত রয়েছে উল্লেখ করা হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়