মার্কিন নাগরিকদেরকে দ্রুত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। মার্কিন ড্রোন হামলায় কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পরিকল্পনাকারীকে হত্যা করার কথা ঘোষণা করার পরপরই এই নির্দেশ দেয়া হয়।
কাবুল বিমানবন্দরে বড় ধরনের হামলা হতে পারে, এমন আশঙ্কার মধ্যে এই আদেশ জারি করা হলো।
কাবুলে মার্কিন দূতাবাস আবারো বিমানবন্দরে জড়ো হওয়া মার্কিন নাগরিকদের হুঁশিয়ার করে দিয়ে বলেছে, নিরাপত্তাগত হুমকির কারণে তাদের উচিত দ্রুত বিমানবন্দরের ফটকগুলো ত্যাগ করা।
এতে আরো পরামর্শ দেয়া হয় যে মার্কিন নাগরিকরা যেন বিমানবন্দর যাওয়া এড়িয়ে যায় এবং বিমানবন্দরের ফটকগুলোর কাছাকাছি না যায়।
গত বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফটকে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা দল তাকে বলেছিল যে কাবুলে আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে। তবে তারা কাবুল বিমানবন্দরের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা নিচ্ছেন।
সূত্র : আল জাজিরা, সিএনএন
যুক্তরাষ্ট্রের প্রতিশোধ, ড্রোন হামলায় পরিকল্পনাকারী নিহত
কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, তারা আইএসকেপির (আইএসআইএল-কে) পরিকল্পনাকারীর বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছে। তাদের ড্রোন হামলায় টার্গেট করা লোকটি নিহত হয়েছে। পূর্ব আফগানিস্তানে ওই হামলা চালানো হয়।
উল্লেখ্য, কাবুলে বিস্ফোরণের পর পরই প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশোধ গ্রহণের ঘোষণা দিয়েছিলেন।
মার্কিন সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে আমরা টার্গেটকে হত্যা করেছি। আমরা কোনো বেসামরিক হতাহতের খবর জানি না।
ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বিবৃতিতে বলেন, আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। প্রাথমিক ইঙ্গিতে দেখা যাচ্ছে যে আমরা টার্গেটকে হত্যঅ করেছি।
বৃহস্পতিবার কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আফগানিস্তানে আইএসআইএল (আইএসআইএস)-এর আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স বা আইএসকেপি (আইএসআইএস-কে নামেও পরিচিত)।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়