নকল সরবরাহে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর, ছাত্রলীগ নেতার কারাদণ্ড

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নকল সরবরাহে বাধা দেওয়ায় এক ছাত্রলীগ নেতা পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন।

গতকাল শনিবার গোসাইরহাট উপজেলা সদরের সফুরা বেগম মহিলা কলেজে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতার নাম মাহাবুব তালুকদার। তিনি উপজেলার শামছুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন। আজ রোববার পুলিশ তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও কলেজ সূত্র জানায়, গতকাল দুপুরে সফুরা বেগম মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। সেখানে কক্ষ পরিদর্শক (ইনভিজিলেটর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওই কলেজের প্রভাষক শারমিন রহমান। বেলা দেড়টার দিকে নকল সরবরাহ করতে কক্ষে প্রবেশ করেন ছাত্রলীগ নেতা মাহাবুব তালুকদার। ওই সময় শিক্ষক শারমিন রহমান তাঁকে বাধা দেন। একপর্যায়ে শিক্ষক শারমিনকে চড়থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই ছাত্রলীগ নেতা। পরে অন্য শিক্ষকেরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।

গতকাল বিকেলে গোসাইরহাট থানায় ঘটনাটি লিখিতভাবে জানানো হয়। রাত আটটার দিকে পুলিশ মাহাবুবকে আটক করে। পরে রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।

ভুক্তভোগী শিক্ষক শারমিন রহমান বলেন, পরীক্ষা চলার সময় পাঁচ-ছয়জন তরুণ নকল সরবরাহ করার জন্য কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। তিনি তাঁদের বাধা দেন। তখন মাহাবুব তালুকদার কক্ষে প্রবেশ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সফুরা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, পাবলিক পরীক্ষা চলার সময় কলেজ এলাকায় বিধিনিষেধ দেওয়া থাকে। বিধিনিষেধ উপেক্ষা করে ছাত্রলীগ নেতারা পরীক্ষাকেন্দ্রের ভেতর প্রবেশ করেন। বাধা দেওয়ায় একজন নারী শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

জাগোনিউজ২৪
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়