করোনাভাইরাসের মহামারিতে ব্রাজিলে প্রথমবারের মতো এক দিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটিতে বাড়ছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের দেশ এখন ব্রাজিল। দেশটিতে মোট দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারই মারা গেছে দুই হাজার ২৮৬ জন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন অতি সংক্রামক ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ পরিস্থিতি চরম আকার নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনা পরিস্থিতি মারাত্মক আকার নেওয়ায় বুধবার প্রেসিডেন্ট জইর বলসোনারোর কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি অভিযোগ করেন বর্তমান প্রেসিডেন্টের ‘স্টুপিড’ সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এমন আকার নিয়েছে। এদিকে বরাবরই করোনা মহামারিকে অবহেলা করে আসা প্রেসিডেন্ট বলসোনারোকে কয়েক মাসের মধ্যে বুধবার প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা গেছে। এর আগে তিনি করোনা নিয়ে জনগণকে ‘ঘ্যানঘ্যানানি’ বন্ধ করতে বলেন।
সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের বড় শহরের হাসপাতালগুলোর ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। এর অনেকগুলোয় বিপর্যস্ত হয়ে পড়ার মুখে রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ স্বাস্থ্য কেন্দ্র ফিওকরাজ। কেন্দ্রটির চিকিৎসক এবং গবেষক মার্গারেথ ডালকোলমো বলেন, মহামারির সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে ব্রাজিল।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়