যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করেছে এক যুবক। পুলিশ এখন বলছে, এটি একটি বর্ণবাদী হামলা ছিল। হামলাকারী একজন ১৮ বছর বয়স্ক শেতাঙ্গ। তিনি যত বেশি সম্ভব কৃষ্ণাঙ্গ মানুষদের হত্যার চেষ্টা করেছিল। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, শনিবার নিউ ইয়র্কের বাফালোতে এই নৃসংশ হামলার ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক হামলার কাছে ওই জায়গাটি ঘুরে পরিকল্পনার ছক আঁকে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই যুবক নিউ ইয়র্কের বেশ কয়েকটি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকা ঘুরে দেখেছিল। এরপরই তিনি বাফালোকে বেছে নেন তার হামলার জন্য। বাফালোর মেয়র জানিয়েছেন, ওই যুবকের উদ্দেশ্য ছিল, যত বেশি সম্ভব কৃষ্ণাঙ্গকে হত্যা করা। সে কনকলিন থেকে বাফালো যায়, তারপর টপস ফ্রেন্ডলি মার্কেটে গিয়ে গুলি চালাতে থাকে
পুরো হামলা সে সামাজিক মাধ্যমে লাইভ দেখাতে থাকে। ওই সামাজিক মাধ্যমের তরফ থেকে বলা হয়েছে, দুই মিনিটের মধ্যে সেই পোস্ট তারা সরিয়ে দিয়েছে।
বাফালোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামালিগা জানিয়েছেন, আমরা যে তথ্যপ্রমাণ পেয়েছি, তার ভিত্তিতে বলা যায়, এটা পুরোপুরি হেট ক্রাইম এবং সেভাবেই তার বিচার হবে। একদিন আগে ওই যুবক শহরে এসেছিল। সে সবকিছু ঘুরে দেখে আক্রমণের জায়গা বেছে নেয়। এই হামলা চালাবার আগে সে সামাজিক মাধ্যমে ১৮০ পাতার বর্ণবাদী ইস্তাহার প্রকাশ করে। পুলিশ এখন ওই বিষয়টিও খতিয়ে দেখছে। নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, গত বছর তারা কনকলিন স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পান। সেখানকার একটি ছাত্র গুলি করে অন্যদের মারার হুমকি দিচ্ছে। তারা সেই ছাত্রটিকে মানসিক হাসপাতালে ভর্তি করান। সংবাদসংস্থা এপি-কে পুলিশের একজন অফিসার বলেছেন, ওই ছাত্রটিই বাফালোতে আক্রমণ চালায়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়