মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হতে সময় বাকি দুই সপ্তাহেরও কম। ২০ জানুয়ারি অভিষিক্ত হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা, ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক ও আইনিভাবে অনেক ধরনের সংকটে পড়তে পারেন তিনি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ কয়েক দিনের মধ্যে নিজেই নিজের জন্য ক্ষমা ঘোষণা করে যাওয়ার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প।
ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব চালানোর ঘটনাটি ছিল মার্কিন ইতিহাসের নজিরবিহীন। বুধবারের ওই ঘটনা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছে মারাত্মকভাবে। ওই ঘটনার উসকানিদাতা হিসেবে তাকেই দায়ী করছেন সবাই। একে একে তার পাশ থেকে সরে যাচ্ছেন সহযোগী ও ঘনিষ্ঠজনরা। মার্কিন প্রশাসনে ট্রাম্পের সহযোগী হিসেবে পরিচিতদের মধ্যে পড়েছে পদত্যাগের হিড়িক। রিপাবলিকান পার্টির মধ্যেও একঘরে হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি যে সঙিন হয়ে উঠেছে, সে বিষয়টি অনুধাবন করতে পারছেন তিনিও। এমনকি ক্ষমতা ছাড়ার পর এ নিয়ে রাজনৈতিক ও আইনিভাবে অনেক সমস্যা মোকাবেলা করতে হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
হোয়াইট হাউজ-সংশ্লিষ্টদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর থেকেই নিজের জন্য ক্ষমা ঘোষণার কথা ভাবছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নিজের উপদেষ্টাদের সঙ্গে কয়েকবার কথাও বলেছেন তিনি। এসব আলোচনার বিষয়বস্তু ছিল, ট্রাম্প যদি নিজের জন্য ক্ষমা ঘোষণার উদ্যোগ নেন, তাহলে তার ওপর রাজনৈতিক ও আইনি প্রভাব কেমন হতে পারে। তবে বুধবার ক্যাপিটল হিলের ঘটনাটি ঘটার পর থেকে ট্রাম্প নিজেও আশঙ্কা করছেন, তিনি আইনিভাবে সমস্যার মুখোমুখি হতে পারেন।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়