নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি পরিবারের ৬০টি ঘর ভস্মীভূত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারী ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমীরুল ইসলাম। তিনি জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আশপাশের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মিজানুর রহমান জানান, সহিদুল ইসলামের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আশপাশ ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তিনি জানান, ক্ষতিগ্রস্তরা সবাই নিম্ন আয়ের মানুষ। শ্রমজীবী রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর উপসহকারী পরিচালক আমীরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, রান্না ঘরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়