প্রথম ধাপে নীলফামারী জেলায় করোনা প্রতিরোধী ৬০ হাজার ডোজ টিকা আসছে। এই টিকা আগামী দুই দিনের মধ্যেই নীলফামারীতে পৌঁছাবে। টিকা সংরক্ষণ ও দেওয়ার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে আজ বুধবার নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক চিঠিতে আমরা নিশ্চিত হয়েছি যে, প্রথম ধাপে নীলফামারী জেলায় ৬০ হাজার ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে। এই টিকা জেলা শহর ও ৬ উপজেলায় সরবরাহ করা হবে। সিরাম ইনস্টিটিউটের এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হবে। এ জন্য জেলা শহরের ইপিআই এর টিকা সংরক্ষন কক্ষে ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় ২০ লাখ টিকা সংরক্ষন সম্ভব হবে। সার্বিক বিষয়ে মনিটরিং করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে নীলফামারীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জেলা কমিটি ও ঢাকা থেকে প্রেরিত টিকা গ্রহন এবং সংরক্ষনে পৃথক দুইটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটি দুইটির জরুরী বৈঠক করে সকল ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও জানান সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে সরকারী-বেসরকারী স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিস্কাশনকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের করোনা টিকা দেওয়ার হবে। আমরা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকা তৈরি শুরু করেছি, যা শেষ পর্যায়ে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়