ইউক্রেনের ন্যাটোর সদস্য হিসেবে আবেদনের খবরে প্রবল আপত্তি তোলে রাশিয়া। কিন্তু তাদের মতামতকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়িয়ে তোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জেরে বিশ্বকে অস্থির করে তোলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার অনেক হুমকি ও বিধিনিষেধ না শোনায় গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী। এখন সামরিক-বেসামরিক মানুষ নিহত ও গুরুত্বপূর্ণ স্থাপনা বেহাত হওয়ার পর টনক নড়েছে ইউক্রেনের। যুদ্ধ চলাকালীন সেই ন্যাটো থেকেই মুখ ফিরিয়ে নিতে চাইছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবার তাহলে কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হচ্ছে?
এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ন্যাটোর কাছ থেকে শুধু প্রতিশ্রুতিই এসেছে। তারা কোনো সহায়তা আমাদের করেনি। আর তাই ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে এখন আর গুরুত্ব দিচ্ছি না। খবর ফ্রান্স টোয়েন্টিফোর, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি ন্যাটোর কাছে রাশিয়ার আকাশসীমায় ‘নো ফ্লাই জোনের’ দাবি তোলে ইউক্রেন। দেশটির সংকটে পাশে থাকার কথা বললেও এ দাবি নাকচ করে দেয় ন্যাটো। তারও আগে পশ্চিমা জোটের কাছে যুদ্ধবিমান চেয়েও ব্যর্থ হয় ইউক্রেন। জেলেনস্কি বলেন, আমাদের দাবি মেনে নিলে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ার আশঙ্কায় ন্যাটো এসব নাকচ করে দেয়।
বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের এ ঘোষণায় হামলা বন্ধ করতে পারে রাশিয়া। কেননা সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে নিতে প্রস্তুত নয় ন্যাটো। যুদ্ধে রাশিয়ার সঙ্গেও মুখোমুখি হতে চায় না তারা। এছাড়া আরও অনেক বিতর্কিত বিষয় নিয়ে তারা ভয়ে রয়েছেন।
তিনি আরও বলেন, আমি এমন দেশের প্রেসিডেন্ট হতে চাই না যারা ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়