পরমাণু চুক্তিতে ফিরতে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

চুক্তি থেকে কখনো বের না হওয়ার প্রতিশ্রুতি দিতে পারলে তার সরকার সরাসরি আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে দাবি করে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন।
 
২০১৫ সালে ইরানের সঙ্গে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সম্পাদিত পরমাণু চুক্তিতে ফেরা নিয়ে দোলাচলের মধ্যেই ভিয়েনায় যখন বৈঠকের তৎপরতা চলছে তখন ইরানের বিরুদ্ধে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইরানের পরমাণু কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে গভীর উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র।
 
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় চুক্তিতে ফেরার আভাস দেন। বিশেষ করে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে ভিয়েনায় কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।

তবে কোন সমঝোতা নয় বরং চুক্তি থেকে বের না হয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে পারলেই কেবল সরাসরি আলোচনায় বসার কথা জানিয়েছে ইরান। মঙ্গলবার ইরানি প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবাররই সরাসরি আলোচনার কথা বললেও তা তারা করতে পারেনি। অন্যদিকে, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরার শর্ত হিসেবে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

ইবরাহিম রাইসি বলেন, সব পক্ষ যদি ইরানের ওপর আরোপিত অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবেই কেবল আলোচনার দরজা খোলা রয়েছে। যুক্তরাষ্ট্র সব সময় বলে তারা সরাসরি আলোচনা চায়। এটা নতুন কিছু নয়। এর আগেও তারা একই কথা বলেছে। অথচ এখন পর্যন্ত সরাসরি কোনো ধরনের সমঝোতা হয়নি। আমরা গোটা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক চাই। যে সব দেশ আমাদের সহায়তা করবে আমরাও তাদের সাহায্য করতে প্রস্তুত। আর যে দেশগুলো আমাদের বিরোধিতা করবে আমরা স্বাভাবিকভাবেই তাদের প্রতিহত করব।

ইরানের দাবি, অনানুষ্ঠানিক পেপারের মাধ্যমে ভিয়েনায় অবস্থানরত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে তাদের যোগাযোগ থাকলেও ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র বাদে বাকি চার বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে বলেও জানানো হয়।
এই বিভাগের আরও খবর
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়