অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের নৈশ সামরিক অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে জেরুসালেম ও জেনিনে দুই পৃথক সংঘর্ষে এই চার ব্যক্তি নিহত হন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হালিল কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, উত্তরপশ্চিম জেরুসালেমের গ্রাম বিদ্দু গ্রামের বাসিন্দা আহমদ জাহরান, মাহমুদ হুমাইদান ও জাকারিয়া বাদওয়ান ইসরাইলি সৈন্যদের গুলিতে নিহত হন।
অপরদিকে জেনিনের দক্ষিণপশ্চিমে বুরকিন গ্রামে ওসামা সোবহ নামে ২২ বছরের এক তরুণ ইসরাইলি সৈন্যদের গুলিতে নিহত হয়েছে বলে জানান তিনি।
মোহাম্মদ হালিল বলেন, বুরকিন গ্রামে পঞ্চম অপর এক ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত করা যায়নি।
মোহাম্মদ হালিল জানান, জেরুসালেমের কাছে বিদ্দু গ্রামের তিন নিহতের লাশ ইসরাইলি সৈন্যরা নিয়ে গেছে। অপরদিকে জেনিনের বুরকিন গ্রামের ওসামা সোবহ জেনিনের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরাইলি বাহিনী বুরকিন গ্রামে অভিযানে এলে স্থানীয়দের সাথে সৈন্যদের সংঘর্ষ হয়। এই সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে ওসামা সোবহ নিহত হন।
অপরদিকে জেরুসালেমের বিদ্দু গ্রামের কাছাকাছি বাইত আনান গ্রামে ইসরাইলি সৈন্যদের অভিযানে স্থানীয়দের সাথে বন্দুক যুদ্ধের পর জাহরান, হুমাইদান ও বাদওয়ান নিহত হন।
অপরদিকে ইসরাইলি সামরিক সূত্রে জানানো হয়েছে, অভিযানের সময় দুই ইসরাইলি সৈন্য আহত হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, 'হামাসের কর্মীদের' গ্রেফতারের জন্য এই সামরিক অভিযান চালানো হয়েছিলো।
এদিকে জেনিনের কুফরদান ও ইয়াবাদ গ্রামে একই ধরনের অভিযান ও গ্রেফতারি চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইসরাইলের সামরিক অভিযানে চার ফিলিস্তিনির নিহত হওয়ায় শোক জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।
দলটির মুখপাত্র আবদুল লতিফ আল-কানউ এক বিবৃতিতে জানিয়েছেন, 'জেনিন ও জেরুসালেমে দখলদার বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে শহীদদের জন্য আমরা শোকাহত। আমরা জোর দিয়ে জানাচ্ছি, সকল শহীদের এই রক্ত বৃথা যাবে না।'
তিনি বলেন, 'আজকের শহীদদের রক্ত দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের জনগণের বিপ্লবে অব্যাহতভাবে প্রেরণা দিয়ে যাবে এবং আমাদের ভূমি থেকে একে উৎখাত করে ছুঁড়ে ফেলতে প্রেরণা হিসেবে কাজ করবে।'
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়