পাঞ্জশিরে তালেবানের হাতে মাসুদের মুখপাত্র নিহত

পাঞ্জশির উপত্যকায় তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে নিহত হয়েছেন ফাহিম দাস্তি। আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম নেতা আহমদ মাসুদের মুখপাত্র ছিলেন তিনি। রোববার তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফাহিমের মৃত্যুকে শহিদ তকমা দিয়ে ‘ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান’ নামের ফেসবুক পেজ থেকে পোস্টও করা হয়েছে।

ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ আমরা দু’জন ভাই, সহকর্মী এবং যোদ্ধাকে হারিয়েছি। আমির সাহেব আহমদ মাসুদের অফিসের প্রধান ফাহিম দাস্তি এবং জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ ঝোর। তোমাদের জানায় শহিদের সম্মান।’

ফ্রুড বেজহান নামের এক আফগান সাংবাদিকও ফাহিম দাস্তির মৃত্যু নিয়ে টুইট করেছেন।

উত্তরের জোটের মোট চারজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর কথা রোববার টুইটারে জানিয়েছেন তিনি।
পাঞ্জশির উপত্যকায় তালিবানের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য বার্তা দিয়েছিলেন ফাহিম। গত মাসে তিনি বলেছিলেন, ‘শুধু একটি প্রদেশ নয়, আমরা গোটা আফগানিস্তানের জন্য লড়াই করছি। আমরা আফগান, নারী ও সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে উদ্বিগ্ন। তালেবানকে অধিকার এবং সাম্যের নিশ্চয়তা দিতে হবে।’’ বিশ্বের অন্য দেশগুলো তালেবানকে আলোচনার টেবিলে আনবে বলে গত মাসে আশা প্রকাশ করেছিলেন তিনি।

রাজধানী ছাড়া বাকি পাঞ্জশির এখন তালেবানের নিয়ন্ত্রণে
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের সকল জেলার নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। তালেবানের পক্ষ থেকে রোববার এমন দাবিই করা হয়েছে। তারা আরো জানিয়েছে, এখন রাজধানী নিয়ন্ত্রণ লাভের লড়াই চলছে।

অবশ্য আহমদ মাসুদের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা পারিয়ান জেলা পুনর্দখল করেছে।

তালেবান ও প্রতিরোধ ফ্রন্ট উভয়ই যুদ্ধে সুবিধাজনক অবস্থায় থাকার দাবি করেছে।

তালেবানের কালচারাল কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ ওয়াসিক বলেন, রোববার তালেবান বাহিনী পাঞ্জশিরের সকল জেলা দখল করে নিয়েছে।
তিনি বলেন, ইসলামি আমিরাতের মুজাহিদিনরা সকল এলাকায় সক্রিয়ভাবে উপস্থিত। তাদের হাতেই পাঞ্জশিরের সকল জেলার নিয়ন্ত্রণ রয়েছে। তারা কেবল পাঞ্জশিরের কেন্দ্র বাজারাকে প্রতিরোধের মুখে পড়েছে।

তালেবান বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেছে, তারা প্রতিরোধ ফ্রন্টের ব্যবহার করা ভারী সরঞ্জামের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

তালেবান কমান্ডার সাখিদাদ মাজমার বলেন, আমরা শত্রুদের কাছ থেকে বেশ কয়েকটি কামান দখল করেছিল।

অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিমত দস্তি তালেবানের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তারা তালেবানের হাত থেকে পারিয়ান জেলা আবার দখল করেছে।

মাসুদের আলোচনার প্রস্তাব
এদিকে প্রতিরোধ ফ্রন্টের নেতা আহমদ মাসুদ বলেছেন, পাঞ্জশির সমস্যা সমাধানের জন্য ধর্মীয় নেতারা যে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন, তা তিনি মেনে নিচ্ছেন।

ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) নেতা রোববার গ্রুপের ফেসবুকে এই ঘোষণা দেন।

তিনি বলেন, এনআরএফ নীতিগতভাবে বর্তমান সমস্যার সমাধানে সম্মত। এ কারণে তারা যুদ্ধ সমাপ্ত করে আলোচনা অব্যাহত রাখতে চায়।
এই বিভাগের আরও খবর
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়