শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষার্থীদের জন্য মার্চ থেকে হল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের কাছে দাবি জানিয়ে সাড়া না পেয়ে সম্প্রতি তালা ভেঙে হলে ঢুকেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থী আন্দোলন চলছে অন্তত আরো পাঁচটি বিশ্ববিদ্যালয়ে। সব মিলিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার চাপ বাড়ছে কর্তৃপক্ষের ওপর।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সশরীরের একাডেমিক কার্যক্রম না চললেও করোনার মধ্যেই অনলাইনে পাঠদান চলছে প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই। গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবার নিম্নমানের কারণে বেশির ভাগ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের আশপাশে বাসা ভাড়া করে থাকছেন। এতে শিক্ষার্থীদের ওপর এক ধরনের আর্থিক চাপ বাড়ছে। এসব কারণে কয়েক মাস ধরেই শিক্ষার্থীরা হল খুলে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামছেন।
আবাসিক হল খুলে দেয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ থেকে সব আবাসিক হলের সামনে অবস্থান নেয়ারও ঘোষণা দিয়েছেন তারা। গতকাল (রোববার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে উদ্ভূত সমস্য নিয়ে আলোচনা শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, হল খোলার আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (সোমবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা হবে। মিছিল শেষে প্রতিটি হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান করবেন। যতদিন পর্যন্ত হল খোলা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
ক্যাম্পাস এবং আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরাও। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলে শিক্ষার্থীরা ‘ভ্যাকসিন আনো ভ্যাকসিন দাও, ক্যাম্পাস খুলে দাও’, ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস খোলা চাই’ স্লোগানে ক্যাম্পাস খোলার দাবি জানান। এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকি বলেন, বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো খুলে দেয়া হোক। অনতিবিলম্বে আমাদের এ দাবি যদি মানা না হয়, তবে আমরা আমাদের নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে লাগাতার আন্দোলন শুরু করব
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়