পুতিনের বেপরোয়া বক্তব্যের পরোয়া করে না যুক্তরাষ্ট্র: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাঁর দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকির পরোয়া করে না। ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পর এমন হুঁশিয়ারি দিলেন বাইডেন। খবর বিবিসির।

বিবিসির আজ শনিবারের খবরে বলা হয়, নতুন যুক্ত অঞ্চলগুলো রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে প্রচ্ছন্ন হুমকি দেন পুতিন। তিনি ঘোষণা দিয়ে বলেন, এসব অঞ্চল সব সময় রাশিয়ার অংশ থাকবে।

ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গ নতুন অঞ্চল যুক্ত হওয়াকে অধিগ্রহণ উল্লেখ করে এটিকে যুদ্ধ শুরুর পরে সবচেয়ে গুরুতর ধাপ বলেছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেওয়া বক্তব্যে বলেছেন, খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক তাঁদের জনগণ ও মাতৃভূমির সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছে। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি এসব এলাকায় অনুষ্ঠিত গণভোটের বিষয় উল্লেখ করেন। তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এই গণভোটকে ভাঁওতাবাজি বলেছে।

পুতিনের বক্তব্যের বেশির ভাগই ছিল পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র একটি নজির তৈরি করেছে।

গত সপ্তাহে পুতিন বলেছেন রাশিয়ার বেশ কিছু ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। এসব অস্ত্র রাশিয়া ব্যবহার করবে। তিনি আরও বলেন, ‘আমি ধাপ্পা দিচ্ছি না।’

এসব বক্তব্যের মধ্যে দিয়ে ক্রেমলিন স্পষ্ট করেছে যে নতুন যুক্ত অঞ্চলগুলোতে যেকোনো হামলা রাশিয়ার মাটিতে হামলা হিসেবে বিবেচনা করা হবে। পুতিনের এমন বক্তব্যে যুদ্ধ আরও উত্তেজনাকর হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া গেছে।

পুতিনের বক্তব্যকে বাইডেন বেপরোয়া ও হুমকি বলে চিহ্নিত করেছেন। বাইডেন এও বলেন, ‘পুতিন আমাদের ভয় দেখাবেন না।’

হোয়াইট হাউসে বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো এসব হুমকির পরোয়া করছে না। এরপর বাইডেন ক্যামেরার সামনেই পুতিনের দিকে আঙুল তুলে বলেন, ন্যাটোর অন্তর্ভুক্ত প্রতি ইঞ্চি অঞ্চল রক্ষায় মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। এ প্রসঙ্গে বাইডেন পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেন। পুতিনকে উদ্দেশ করে বাইডেন বলেন ‘আমি যা বলছি তা ভুল বুঝবেন না। বলছি প্রতি ইঞ্চি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তাঁর দেশ দীর্ঘদিন ধরে নিরাপত্তা জোটের ডি ফ্যাক্টো সদস্য ছিল। তিনি মস্কোর বিরুদ্ধে হত্যা, প্রতারণা, মিথ্যা ও দুর্ব্যবহারের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ তোলেন।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন পুতিনের অবৈধ অধিগ্রহণে কোনো কিছু বদলাবে না। রাশিয়ার দখলকৃত সব অঞ্চলকে তিনি ইউক্রেনের নিজস্ব ভূমি বলে উল্লেখ করেন।
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া