ফিলিস্তিনের ভূখণ্ড পূর্ণ নিয়ন্ত্রণে চায় ইসরাইল। ফিলিস্তিনি নেতাদের কিছুতেই তারা ভবিষ্যৎ রাষ্ট্র গঠন করতে দেবে না। জাতিসংঘ মানবাধিকার পরিষদ গঠিত একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এ কথা বলা হয়েছে। খবর আল-জাজিরা।
২০২১ সালের মে মাসে গাজায় ইসরাইলি আগ্রাসনের পর এ কমিশন গঠন করা হয়। মঙ্গলবার (৭ জুন) কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ইসরাইলের দখলদারিত্বের অবসান করাই যথেষ্ট হবে না; বরং ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করতে বাড়তি কিছু পদক্ষেপ নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের দখলদারিত্বের মনোভাব ছাড়ার কোনো ইচ্ছে নেই। পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড পুরোপুরি দখলের পথে হাঁটছে দেশটি।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল এ এলাকা দখল করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।
২০২১ সালের মে মাসে ইসরাইলি হামলায় গাজায় ২৬০ ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলি নিহত হন ১৩ জন। কমিশন এই আগ্রাসনের আগে ও পরের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করেছে।
বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বসতিগুলোয় ৩০ লাখের বেশি ফিলিস্তিনি বাস করছেন। এ ছাড়া ওই এলাকায় সাত লাখের বেশি ইসরাইলি বসতি স্থাপন করেছেন।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেয়া ইসরাইলি নীতিকে জাতি-বিদ্বেষের সঙ্গে তুলনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে। ইসরাইলকে জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানিয়েছে তারা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়