ফুসফুস ক্যান্সারের লক্ষণ ও করণীয়

ফুসফুস ক্যান্সার একটি মরণব্যাধি হিসেবে সবার কাছেই পরিচিত। প্রাথমিকভাবে এর লক্ষণগুলো শনাক্ত হলে চিকিৎসায় সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 

ফুসফুস ক্যান্সারের বিভিন্ন লক্ষণ 
অনবরত কাশি: কয়েক সপ্তাহ ধরে অনবরত কাশি হলে, বিশেষ করে যদি সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে তাহলে এটি ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। এ সময় কাশির অবস্থায় কোনো পরিবর্তন হয় কিনা বা থুথু ও কফের সঙ্গে রক্ত যায় কিনা– সেদিকে খেয়াল রাখতে হবে। 

শ্বাসকষ্ট: ফুসফুস ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ শ্বাসকষ্ট। বিশেষ করে ন্যূনতম বা স্বাভাবিক শারীরিক পরিশ্রমে শ্বাসকষ্ট হওয়া ভালো লক্ষণ নয়। যদি শ্বাস কার্যক্রমে হঠাৎ বা ব্যাখ্যাতীত পরিবর্তন আসে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বুক ব্যথা: ক্রমাগত বুকে ব্যথা বা অস্বস্তি ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে। কাশি কিংবা দীর্ঘ শ্বাস-প্রশ্বাসের সময় বুকে ব্যথা হলে ও বাড়তে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 

অস্বাভাবিকভাবে ওজন হ্রাস: অনিচ্ছাকৃত ও অস্বাভাবিকভাবে ওজন হ্রাস ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সারের সাধারণ লক্ষণ।

ক্লান্তি-অবসাদ: পর্যাপ্ত বিশ্রামের পরও ক্রমাগত ক্লান্তি অনুভূত হলে তা অবহেলা করা যাবে না। এটি বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে, এমনকি ক্যান্সারেরও। 

ক্ষুধামন্দা: খাবার খেতে অনীহা এলে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

করণীয়: শরীরে ক্যান্সারের যে কোনো লক্ষণ দেখা দিলে সর্বপ্রথম একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। ক্যান্সারের উপস্থিতি ও স্তর শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইমেজিং স্ক্যান, বায়োপসি বা রক্ত পরীক্ষার মতো নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক পরীক্ষা করাতে হবে। রোগ নির্ণয়ের পর একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করা উচিত। অবস্থা এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি কিংবা উভয় চিকিৎসা গ্রহণ করতে হতে পারে।

ক্যান্সার চিকিৎসায় পরিবার-পরিজনদেরও বিরাট ভূমিকা থাকে। এ সময়টি মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং হয়ে থাকে; তাই কাছের মানুষদের উচিত সবসময় রোগীকে হাসি-খুশি রাখা, সহানুভূতিশীল ব্যবহার করা এবং আত্মবিশ্বাস জোগানো। এ সময় রোগীর জীবনযাত্রার ধরন বা লাইফস্টাইল পরিবর্তনেরও প্রয়োজন হয়। খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে।
এই বিভাগের আরও খবর
চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি উপকার?

চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি উপকার?

প্রথমআলো
বৈশ্বিক ডায়াবেটিসের হার গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে

বৈশ্বিক ডায়াবেটিসের হার গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে

মানবজমিন
শিশুর ডেঙ্গু: উপসর্গ নিয়ে যা কিছু জানা জরুরি

শিশুর ডেঙ্গু: উপসর্গ নিয়ে যা কিছু জানা জরুরি

বাংলা ট্রিবিউন
ডেঙ্গুতে ২০০ ছাড়ালো মৃত্যু

ডেঙ্গুতে ২০০ ছাড়ালো মৃত্যু

মানবজমিন
আন্দোলনে আহত দেড় শতাধিক রোগীকে পর্যবেক্ষণ করেছেন চীনা চিকিৎসকরা

আন্দোলনে আহত দেড় শতাধিক রোগীকে পর্যবেক্ষণ করেছেন চীনা চিকিৎসকরা

বণিক বার্তা
কী খেয়ে নিজেকে এত ফিট রাখেন অনন্যা পান্ডে

কী খেয়ে নিজেকে এত ফিট রাখেন অনন্যা পান্ডে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া