বগুড়ায় করোনায় মৃত্যুর মিছিল ও সংক্রমণ বেড়েই চলছে। মারাত্মক আকার ধারন করছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯ জন। এটি জেলার হাসপাতাল গুলোতে উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১১ জন। এদের বাড়ি বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধায়। একই সময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডেপুটি সিভিল সাজর্ন ডা. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার জানান, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মোট ৮ জন মারা গেছেন। এর মধ্যে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতলে ৩ জন, বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, বেসরকারী টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন ও বগুড়ার শিবগঞ্জে বাড়িতে চিকিৎসাধীন এক জন মারা যান। এই ৮ জনের মধ্যে ৩ জন জয়পুরহাটের, ২ জন বগুড়ার, ২জন নওগাঁর এবং এক জন গাইবান্ধা জেলার। তাদের বয়স ৩৮ থেকে ৯০ পর্যন্ত। আর ২৪ ঘন্টায় ৮১০ জনের নমুনা পরীক্ষায় ২৩৮ জন নতুন করো করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছু নমুনা ব্যাক লক হিসাবে ঢাকা থেকে পরীক্ষা করানো হয় বলে ডেপুটি সিভিল সার্জন জানান। এদিকে করোনা ডেডিকেটেড বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ছাড়াও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৮ জন মারা যান। এদের মধ্যে ৬ জনের বাড়ি বগুড়া সদর, ধুনট, শেরপুর আদমদিঘী ও শিবগঞ্জ উপজেলায়। অপর দিকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু ছাড়াও ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়