বগুড়ায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এসির শর্টসার্কিট থেকে চলন্ত বাসে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায়। নাবিল পরিবহনের বাসটিতে থাকা ২০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
জানা যায়, দিনাজপুর থেকে ঢাকায় আসছিল একটি এসি স্ক্যানিয়া বাস। বাসটির এসিতে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায় মোকাতলা বন্দর এলাকায়। তখন যাত্রীরা প্রাণে বাঁচতে বাসের জানালার গ্লাস ভেঙে বের হন। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি।
আগুনে ভস্মীভূত হওয়া বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামে এক যাত্রী জানান, দিনাজপুর থেকে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মোকামতলায় পৌঁছানোর পরপরই বাসে থাকা এসির বিস্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরে যায়। আমরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি। কেউ কেউ বাসের জানালা ভেঙে বের হয়ে আসেন। বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুনে জ্বলন্ত বাসটি থামে মোকামতলা বন্দর এলাকায়। তখন আমরা ছুটে এসে দেখি যাত্রী কেউ দরজা দিয়ে, কেউবা জানালা ভেঙে বের হচ্ছেন প্রাণে বাঁচতে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়