বছরের শুরুতেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দাবি, বুধবার (৫ জানুয়ারি) জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়েছে।
এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি পিয়ংইয়ং।
বুধবার স্থানীয় সময় সকালে নিজেদের পূর্ব উপকূল থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। জাপানের কোস্টগার্ড জানায়, সকাল ৮টা ১০ মিনিটে জাপান সাগরে পড়ে এটি। প্রাথমিকভাবে চিহ্নিত করা না গেলেও তাদের ধারণা, এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
অল্প সময় পরেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে প্রতিক্রিয়া জানান জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়ার। যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।
ফুমিও কিশিদা বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পেয়েই সবাইকে জরুরি বার্তা পাঠানো হয়। সাগরে থাকা জাহাজগুলো নিরাপদে আছে কি-না তা তদারকি করতে বলা হয়েছে। জনগণের সামনে আমরা বিস্তারিত তুলে ধরবো। বারবার তাদের এই তৎপরতা সত্যিই দুঃখজনক।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। পরে এক জরুরি বৈঠক করে সিউল। এছাড়া পিয়ংইয়ংকে ফের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান, প্রেসিডেন্ট মুন জে ইন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়