বরিশাল নগরীতে হঠাৎ মিছিল সমাবেশে সক্রিয় আ'লীগ

বরিশাল নগরীতে হঠাৎ সক্রিয় হয়েছে আওয়ামী লীগ। নগরীর ৩০টি ওয়ার্ডে সোমবার সন্ধ্যায় মিছিল ও সমাবেশ করেছে দলটি।

মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের মহাসমাবেশ এবং ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করতেই এই মিছিল সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সূত্রমতে, এখন থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় নগরীর ৩০টি ওয়ার্ডে মিছিল সমাবেশ করার জন্য মহানগর আওয়ামী লীগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় রাজনীতি সচেতন মহল মনে করেন, আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে দলটির নেতাকর্মী ও সমর্থকদের চাপে রাখতে নগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামানো হয়েছে। মহানগর বিএনপির দাবী, গণসমাবেশের আগে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু সোমবার সন্ধ্যায় নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে মিছিল সমাবেশ করার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, ‘ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ করা হয়েছে। আমরাও যে মাঠে আছি, তা মিছিল সমাবেশের মাধ্যমে জানান দিয়েছি।’

বিএনপির গণসমাবেশের আগে হঠাৎ একযোগে ৩০টি ওয়ার্ডে মিছিল সমাবেশ করার পেছনে কোনো উদ্দেশ্যে আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি তাদের সমাবেশ করবে, আমরা তাতে বাঁধা দেবো না। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমার প্রতিরোধ করবো।’

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, ঢাকায় যুবলীগের মহাসমাবেশ এবং আওয়ামী লীগের জাতীয় সম্মেলন- এই দুই ইস্যুকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে নামানো হয়েছে, যাতে বিএনপি একতরফা গণসমাবেশের প্রচার-প্রচারণা চালাতে না পারে। ৯ নভেম্বর পর্যন্ত নগরীর ৩০ ওয়ার্ডে আওয়ামী লীগের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তবে নগরীতে আওয়ামী লীগের এই কর্মসূচির সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘বিএনপির গণসমাবেশ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা যুবলীগের মহাসমাবেশে ১০-১২ হাজার নেতাকর্মী নিয়ে যাবো। তাই নিজেদের সংগঠিত করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি দিয়েছি।’
এই বিভাগের আরও খবর
পাগলা মসজিদে এ পর্যন্ত কত টাকা জমা হলো, কোথায় ও কীভাবে খরচ হয়

পাগলা মসজিদে এ পর্যন্ত কত টাকা জমা হলো, কোথায় ও কীভাবে খরচ হয়

প্রথমআলো
থানা থেকে লুণ্ঠিত অস্ত্র দিয়ে মহাসড়কে ‘প্রেমিকাকে’ গুলি করে হত্যা: এসপি

থানা থেকে লুণ্ঠিত অস্ত্র দিয়ে মহাসড়কে ‘প্রেমিকাকে’ গুলি করে হত্যা: এসপি

বাংলা ট্রিবিউন
৫৪ ধারাকে অপব্যবহারযোগ্য আইনের বিধান মনে করেন ৮২.৫ শতাংশ মানুষ

৫৪ ধারাকে অপব্যবহারযোগ্য আইনের বিধান মনে করেন ৮২.৫ শতাংশ মানুষ

নয়া দিগন্ত
টঙ্গীতে ‘কামু বাহিনী’র প্রধান কামরুল ইসলাম গ্রেপ্তার

টঙ্গীতে ‘কামু বাহিনী’র প্রধান কামরুল ইসলাম গ্রেপ্তার

প্রথমআলো
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

ভোরের কাগজ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২ জন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২ জন

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া