কভিড-১৯ টিকার জন্য গড়ে ওঠা বৈশ্বিক জোট কোভ্যাক্স ফ্যাসিলিটি ফাইজার-বায়োএনটেকের টিকার আট লাখ ডোজ বাংলাদেশকে দিতে চেয়েছিল। তবে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে জোটটি। তারা বাংলাদেশকে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে। ১ ফেব্রুয়ারি তা উল্লেখ করে বাংলাদেশকে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি বাংলাদেশসহ কোভ্যাক্সের উদ্যোগে ৯২টি সদস্য দেশকে চিঠি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফাইজার-বায়োএনটেকের আট লাখ ডোজ টিকা দেয়ার কথা চিঠিতে বলা হয়। টিকা নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এমনটি জানিয়ে গত ১৮ জানুয়ারি ফিরতি চিঠি পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত ‘কোভিশিল্ড’ দেয়ার কথা বলেছে ডব্লিউএইচও।
করোনার টিকা বিতরণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর জানান, কোভ্যাক্স ফাইজারের ‘কমিরনাটি’ টিকার পরিবর্তে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ দিচ্ছে। জোটটি প্রথম পর্যায়ে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা দেবে, যার ৫০ লাখ ডোজ মার্চে আসতে পারে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়